Aaron Finch, KKR : অ্যারন ফিঞ্চ কেকেআরে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা শুরু! পারবেন জবাব দিতে?

Last Updated:

Aaron Finch ready to take up new challenge for KKR in IPL 2022 as opener. আইপিএলের খারাপ পরিসংখ্যান নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে কেকেআরের এই তারকাকে

কেকেআর জার্সিতে জবাব দিতে মরিয়া থাকবেন ফিঞ্চ
কেকেআর জার্সিতে জবাব দিতে মরিয়া থাকবেন ফিঞ্চ
#মুম্বই: অজি অধিনায়ক যোগ দিয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলে। সম্প্রতি দুবাইতে প্রথমবার অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। আইপিএলে খেলার মোটামুটি অভিজ্ঞতা আছে তার। অতীতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে একটি রেকর্ড গড়তে চলেছেন।
এর আগে,এই ব্যাটসম্যান রাজস্থান রয়্যালস (২০১০), দিল্লি ডেয়ারডেভিলস (২০১১-১২), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (২০১৩), সানরাইজার্স হায়দ্রাবাদ (২০১৩), মুম্বই ইন্ডিয়ান্স (২০১৫), গুজরাত লায়ন্স (২০১৬-১৭), কিংস ইলেভেনের হয়ে খেলেছেন। পঞ্জাব (২০১৮) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২০২০) হয়ে খেলেছেন।
advertisement
advertisement
এই মরসুমে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) ইংল্যান্ডের ব্যাটসম্যানের জায়গা নেবেন ৩৫ বছর বয়সী এই তারকা। কেকেআর স্কোয়াডে ফিঞ্চ এর অন্তর্ভুক্তির পর শুরু হয়েছে ট্রলের বন্যা। তবে অতীতে তিনি যে খুব সফল তা বলা যাবে না। তবে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। ইংল্যান্ডের ধ্বংসাত্মক ওপেনার অ্যালেক্স হেলসকে এবার আইপিএল নিলামে দলে নিয়েছিল কেকেআর। পাকিস্তান সুপার লিগে দুর্ধর্ষ ছন্দে ছিলেন হেলস।
advertisement
ইসলামাবাদ ইউনাইটেড দলের হয়ে চ্যাম্পিয়ন হতে না পারলেও বেশ কিছু মনে রাখার মত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি কেকেআর জানিয়েছে আসন্ন আইপিএলএর জন্য অ্যালেক্স হেলসকে পাওয়া যাবে না। তিনি বায়ো বাবেল জীবনে এই মুহূর্তে ফিরতে নারাজ। হেলস জানিয়েছেন তিনি পরিশ্রান্ত এবং মানসিকভাবে ক্লান্ত।
দীর্ঘদিন পরিবার ছেড়ে বায়ো বাবেলে সময় কাটিয়েছেন। এখন পরিবারকে ছেড়ে আসতে পারছেন না। অ্যারন ফিঞ্চ তার পরিবর্ত হিসেবে কিছুদিনের মধ্যেই যোগ দেবেন নাইট রাইডার্স শিবিরে। ফিঞ্চ দীর্ঘদিন অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি অধিনায়ক। ওপেনার হিসেবে ওয়ার্নারের ভরসা যোগ্য সাথী তিনি।
advertisement
দেড় কোটি টাকায় তিনি যোগ দিয়েছেন বলে জানা গেছে। নিজের দিনে এই ছোটো ফরম্যাটে যেকোনো বোলিং লাইন আপের বিরুদ্ধে রান করতে দক্ষ। বিশেষ করে অস্ট্রেলিয়ার মত দলের নেতৃত্ব দিয়েছেন যখন, তখন প্রয়োজন হলে শ্রেয়স আইয়ারকে সাহায্য করতে পারবেন। এর আগে বিভিন্ন সময়ে আইপিএলে চোট পেয়েছেন তিনি।কিছু কিছু মরশুমে মারাত্মক ফ্লপ ও করেছেন তিনি। কিন্তু তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
Aaron Finch, KKR : অ্যারন ফিঞ্চ কেকেআরে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা শুরু! পারবেন জবাব দিতে?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement