Vaibhav Suryavanshi : ১৪ বছর বয়সে ভাইস-ক্যাপ্টেন! ভারতীয় ক্রিকেটে অনন্য নজির, এই ক্রিকেটার ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেন! বলছেন অনেকেই

Last Updated:

Vaibhav Suryavanshi : দীপাবলির আগেই বৈভব এক বড় উপহার পেয়েছেন। তাঁকে একটি দলের সহ-অধিনায়ক করা হয়েছে। আসলে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন রবিবার একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে।

News18
News18
কলকাতা : ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী আইপিএল ২০২৫-এর পর থেকে সব প্রাক্তন ক্রিকেটার ও বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি তিনি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে একটি বিস্ফোরক ইনিংস খেলেছেন।
এবার দীপাবলির আগেই বৈভব এক বড় উপহার পেয়েছেন। তাঁকে একটি দলের সহ-অধিনায়ক করা হয়েছে। আসলে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন রবিবার একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে। তারা রনজি ট্রফির জন্য প্রথম দুটি ম্যাচের জন্য দলের স্কোয়াড ঘোষণা করেছে।
বিহার ক্রিকেট দল বৈভব সূর্যবংশীকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে। বৈভবের জন্য এটা একটা দারুণ খবর, কারণ খুব অল্প সময়েই তিনি এত বড় একটি অর্জন করেছেন। তার ভবিষ্যতের জন্য এটা অত্যন্ত ইতিবাচক। তিনি এত অল্প বয়সে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করছেন—এটা ভবিষ্যতে তার কাজে লাগবে। কে হলেন অধিনায়ক? বিহার ক্রিকেট দলে বৈভব সূর্যবংশী সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, আর অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাকিবুল গনি।
advertisement
advertisement
সাকিবুলের নেতৃত্বে বিহার দল ১৫ অক্টোবর অরুণাচল প্রদেশের বিরুদ্ধে গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ খেলবে।
রঞ্জি ট্রফি ২০২৫–২৬ এর জন্য বিহার ক্রিকেট দলের স্কোয়াড :  শাকিবুল গনি (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), পীযূষ কুমার সিংহ, ভাস্কর দুবে, বিপিন সৌরভ (উইকেটকিপার), আমোদ যাদব, নওয়াজ খান, সাকিব হুসেন, অর্ণব কিশোর, আয়ুষ আনন্দ লোহরুকা (উইকেটকিপার), খালিদ আলম, সচিন কুমার, রাঘবেন্দ্র প্রতাপ সিংহ, সচিন কুমার সিংহ, হিমাংশু সিংহ।
advertisement
উল্লেখ্য, বিহার রনজি ট্রফিতে তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ অক্টোবর ২০২৫-এ অরুণাচল প্রদেশ-এর বিরুদ্ধে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Suryavanshi : ১৪ বছর বয়সে ভাইস-ক্যাপ্টেন! ভারতীয় ক্রিকেটে অনন্য নজির, এই ক্রিকেটার ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেন! বলছেন অনেকেই
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement