‘আমার সঙ্গে জাকিরের রাশির মিল হয়েছে, আমডাঙ্গা জয় সময়ের অপেক্ষা’, বললেন অর্জুন সিং
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ধবার বিকালে আমডাঙ্গার গজবন্তে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন আমডাঙ্গার দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা জাকির বল্লুক ।
RAJARSHI ROY
#আমডাঙ্গা: ২০১৮ সালের ২৯ অগাস্ট, গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা ব্লকের তারাবেড়িয়া পঞ্চায়েতের বোর্ড গঠন।জেলার ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সর্বত্র তৃণমুল কংগ্রেসের জয়জয়কার। সেই নির্বাচনী বিজয় রথ থমকে যায় এই আমডাঙ্গা ব্লকে। বাম ও কংগ্রেস মিলে এই তারাবেড়িয়া পঞ্চায়েত দখল করতে চলেছে। পঞ্চায়েতের বোর্ড গঠনের আগের সন্ধেয় বোমা গুলিতে উত্তপ্ত হয়ে ওঠে এই পঞ্চায়েতের বইছগাছা এলাকা। তৃণমুল কংগ্রেস ও সিপিএম আশ্রিত দুষ্কৃতির লড়াইয়ে মারা যান চার জন। আহত হন কম পক্ষে ৩০ জন। অভিযোগ, সেই লড়াইয়ের মাঠে, সিপিএম নেতা জাকির বল্লুক এ দিকে, তো অন্য দিকে তৃণমুল কংগ্রেসের নেতা অর্জুন সিংয়ের বাহিনী।
advertisement
দুই রাজনৈতিক দলের লড়াইয়ে বাংলার মানুষ জেনে যায় অখ্যাত তারাবেড়িয়া গ্রামের নাম। সেই রাজনৈতিক সংঘর্ষের পর থেকেই ঘর ছাড়া হন কয়েক শো মানুষ। এলাকায় বসানো হয়ে বেশ কয়েকটি পুলিশ ক্যাম্প।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ জনকে গ্রেফতার করে। পুলিশি অভিযানের জেরে এলাকা ছেড়ে পালায় সিপিএমের সদ্য নির্বাচিত আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির নেতা জাকির বল্লুক। এ হেন জাকিরকে মোকাবিলা করতে তারাবেড়িয়া ছুটে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী ও সমর্থকদের পাশে দাঁড়াতে আমডাঙ্গায় আসেন বিমান বসু,,মহম্মদ সেলিমরাও। কমিউনিটি কিচেন করে, অর্থ সাহায্য দিয়ে সিপিএম এলাকা ছাড়া নেতা কর্মী সমর্থকদের পরিবারের পাশে দাঁড়ায়। আইনি সহয়তা দিয়ে সেই ঘটনায় ধৃতদের পাশে দাঁড়ায় সিপিএম। পলাতক জাকির বল্লুককে রাজস্থানের আজমীর শরিফ থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকেও আইনি সহয়তা দিয়ে সিপিএম জামিন করায়।
advertisement
advertisement

তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে পালা বদলের ঢেউ উঠেছে। সেই স্রোতে সামিল হলেন জাকির বল্লুকও। বুধবার বিকালে আমডাঙ্গার গজবন্তে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন আমডাঙ্গার দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা জাকির বল্লুক । বিজেপির পতাকা হাতে নিয়ে সিপিএমের বিরুদ্ধে সোচ্চার হননি তিনি। বরং তৃণমুল কংগ্রেসের অত্যাচারের বিরুদ্ধে লড়াই জোরদার করতেই তাঁর বিজেপিতে আসা বলে জানান তিনি। আর গত লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভার ৭ টি বিধানসভার মধ্যে একমাত্র আমডাঙ্গা বিধানসভা ভোটে হেরে ছিলেন বিজেপির প্রার্থী অর্জুন সিং। সংখ্যালুঘ অধ্যুষিত আমডাঙ্গায় ৩৫ হাজার ভোটে হারা বিধানসভাকে উদ্ধার করতেই জাকিরের উপর প্রবল আস্থা প্রকাশ করলেন ব্যারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিং। তাঁর দাবি, হারা বিধানসভা এ বার জয়ের মুখে আসবে জাকির অনুগামীদের জন্যই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2021 7:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আমার সঙ্গে জাকিরের রাশির মিল হয়েছে, আমডাঙ্গা জয় সময়ের অপেক্ষা’, বললেন অর্জুন সিং