Durga Puja: অভাবের সংসার, পেট চালাতেই শুরু আঁকা, মণ্ডপ সজ্জায় নজর কাড়ছেন তরুণ শিল্পী

Last Updated:

দু চোখে স্বপ্ন ছিল পড়াশোনার সঙ্গে সঙ্গে অংকন শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু পড়াশোনা আর হয়ে ওঠেনি। থিমের মণ্ডপ শিল্পী হিসাবে খ্যাতিলাভ করেছেন।

+
অভাবের

অভাবের সংসার, পেট চালাতেই শুরু আঁকা, মণ্ডপ সজ্জায় নজর কাড়ছেন তরুণ শিল্পী

নন্দকুমার: মানুষের ভাগ্য মানুষকে কখন কোথায় কোন পরিস্থিতিতে ফেলে দেয় তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই ছবি আঁকার ঝোঁক। আর বড় হয়ে সেই আঁকা বদলে গেল মণ্ডপ সজ্জা শিল্পে। সংসার চালাতে এই কাজে আসা। আর বর্তমানে এই কাজই শিল্পী পঞ্চানন ভূুঁইয়ার পরিচয় হয়ে দাঁড়িয়েছে।
সালটা ২০২০ উচ্চমাধ্যমিক পাশের পর করোনা আর লকডাউনের জাঁতাকলে ছাড়তে হয় পড়াশোনা। দু’চোখে স্বপ্ন ছিল পড়াশোনার সঙ্গে সঙ্গে অঙ্কন শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হওয়া। কিন্তু পড়াশোনা আর হয়ে ওঠেনি। থিমের মণ্ডপ শিল্পী হিসাবে খ্যাতিলাভ করেছেন।
advertisement
advertisement
পরিবারের পাশে দাঁড়াতে পড়াশোনা আর করা হয়নি। মণ্ডপ সজ্জা শিল্পকে পেশা হিসাবে নিয়ে কাজ শুরু করে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের কোলসর এলাকার যুবক পঞ্চানন ভূুঁইয়া। তাঁর তুলে টানে চাল, ছোট নুড়ি ও বোতলের ছিপি প্রভৃতির ওপর ফুটে উঠে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের দেব-দেবী, মনীষী, বিখ্যাত মানুষ ও প্রকৃতির চিত্র।
advertisement
তবে দুর্গাপুজোর সময় ব্যস্ত হয়ে ওঠে মণ্ডপ সজ্জার কাজে। তার তৈরি মণ্ডপ সজ্জা অসম ও কোচবিহারেরর পাশাপাশি রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো প্যান্ডেলে ফুটে উঠবে। রাত দিন এক করে তারই কাজ করে চলেছে পঞ্চানন।
advertisement
পঞ্চানন জানালেন,” আমাদের জেলার শিল্পী গৌরাঙ্গ কুইল্যা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তুলির টানে নানান জিনিস বানিয়ে, মণ্ডপ সজ্জা করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। তাঁকে দেখেই অনুপ্রেরণা পেয়েছি। পরিবারের হাতে অর্থ তুলে দিতেই এই কাজ শুরু করা। বর্তমানে তার কাজের পরিসর বাড়ছে। একটু একটু করে নাম ডাক হয়েছে মণ্ডপ শিল্পী হিসাবে।”
পঞ্চানন আরও জানালেন ভিন রাজ্যে অসমের একটি দুর্গাপুজোর প্যান্ডেল-সহ পশ্চিমবঙ্গের কোচবিহার, নবদ্বীপ কলকাতার গড়িয়ার একটি মণ্ডপের পাশাপাশি আরও দুটি মণ্ডপের কাজ চলছে। পুজো যত এগিয়ে আসছে কাজের চাপ তত বাড়ছে।
advertisement
বছরে একুশের পঞ্চানন বর্তমানে মণ্ডপ শিল্পী হিসেবে খ্যাতি লাভ করেছেন। ফলে দুর্গাপুজো, কালীপুজো-সহ বিভিন্ন পুজো ও অনুষ্ঠানে মণ্ডপ শিল্পী হিসাবে তাঁর ব্যস্ততা চোখে পড়ার মতো। পঞ্চাননের ছোট থেকেই ছবি আঁকার নেশা ছিল। বর্তমানে এলাকার ছেলে মেয়েদের ছবি আঁকার প্রশিক্ষণের পাশাপাশি, মণ্ডপ শিল্পী হিসাবেও সমান তালে কাজ করে চলেছেন তিনি।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja: অভাবের সংসার, পেট চালাতেই শুরু আঁকা, মণ্ডপ সজ্জায় নজর কাড়ছেন তরুণ শিল্পী
Next Article
advertisement
Burdwan News: টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
টোটোয় চার তরুণী, মোটরসাইকেলে বসেই কুকীর্তি যুবকের! ভাইরাল ভিডিও দেখে বর্ধমানে তোলপাড়
  • তরুণীদের গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করল এক যুবক! আর মুহূর্তে সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। অবিলম্বে ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

VIEW MORE
advertisement
advertisement