Snake: বোতলের ভিতর প্রচণ্ড নড়াচড়া! ওটা কী ভিতরে! হাড়হিম কাণ্ড অশোকনগরে
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Snake- বড়সড় দুর্ঘটনার হাত থেকেই যেন অল্পের জন্য রক্ষা পেলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার নির্মল বন্ধু তাপস প্রামানিক
উত্তর ২৪ পরগনা: বড়সড় দুর্ঘটনার হাত থেকেই যেন অল্পের জন্য রক্ষা পেলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার নির্মল বন্ধু তাপস প্রামানিক। প্রতিদিনের মতো এদিন সকালে ২১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য সংগ্রহের কাজ করছিলেন তিনি।
হুইসেলের আওয়াজ শুনে এলাকার মানুষজন ময়লা ফেলতে আসেন তাঁর ভ্যানে। সেই সময় হাত দিয়ে একটি প্লাস্টিক বোতল সরাতেই তিনি টের পান কিছু একটা অস্বাভাবিক। বোতলটি নড়াচড়া করছে দেখে সন্দেহ হয় তাপসবাবুর। ভাল করে তাকাতেই চোখে পড়ে- ভেতরে রয়েছে এক বিষধর চন্দ্রবোড়া সাপ!
সঙ্গে সঙ্গে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন ওই নির্মল বন্ধু। খবর দেন নির্মলসাথীর দায়িত্বে থাকা মহিলা আধিকারিককে। মুহূর্তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় সাপ দেখতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় চন্দ্রবোড়া সাপের দেখা মিলছে বারবার। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে এভাবে বোতলের মধ্যে সাপ ভরে বর্জ্যের গাড়িতে ফেলে দেওয়া কতটা যুক্তিসঙ্গত তা নিয়েই প্রশ্ন তুলছে অনেকে। তাপস প্রামাণিকের মত নির্মল বন্ধুদের কাজ হাতে করে বর্জ্য থেকে পচনশীল ও অপচনশীল বস্তু আলাদা করার।
advertisement
advertisement
আরও পড়ুন- সেঞ্চুরি করেও বসে ছিলেন বেঞ্চে!দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল,জানিয়ে দিলেন কোচ
একটু অসাবধাণতা ঘটলেই প্রাণনাশের সম্ভাবনাও তৈরি হত এক্ষেত্রে। তাপসের পরিবারে রয়েছেন বাবা-মা, স্ত্রী, কন্যা এবং ভাই-বোনেরা। পরিবারের উপার্জনকারী এই ছেলের উপরই অনেকটা নির্ভরশীল সকলে। কে বা কারা এই চাঞ্চল্যকর ঘটনার পেছনে রয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে ঘটনার তদন্ত দাবি করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
স্থানীয় প্রশাসনের তরফ থেকে সচেতনতা প্রচার চালানো হচ্ছে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। বিষধর সাপ উদ্ধারে যাতে খবর দেওয়া হয় বন দফতর কে তারও অনুরোধ জানাচ্ছেন নির্মল বন্ধু ও নির্মল সাথীরা।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 7:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake: বোতলের ভিতর প্রচণ্ড নড়াচড়া! ওটা কী ভিতরে! হাড়হিম কাণ্ড অশোকনগরে