IND vs ENG: সেঞ্চুরি করেও বসে ছিলেন বেঞ্চে! দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল, জানিয়ে দিলেন কোচ

Last Updated:

IND vs ENG 2nd Test: ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারেন নীতিশ রেড্ডি।

News18
News18
ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে শার্দুল ঠাকুরের জায়গায় নীতীশ রেড্ডিকে খেলানোর সময় এসেছে। ম্যাচটি ২ জুলাই বার্মিংহামের এজবাস্টনে শুরু হবে।
লিডসে চতুর্থ পেসারের জন্য ভারত বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে বেছে নিয়েছিল, ব্যাটিং অলরাউন্ডারের পরিবর্তে। কিন্তু শার্দুলের পারফরম্যান্স বল এবং ব্যাট—দু’দিক থেকেই হতাশাজনক ছিল। রায়ান টেন দুশখাতে ইঙ্গিত দিয়েছেন, নীতীশ রেড্ডির ম্যাচে সুযোগ পাওয়ার সময় চলে এসেছে।
advertisement
তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “সে খেলার একেবারে কাছাকাছি আছে। অস্ট্রেলিয়ায় ওর পারফরম্যান্স দুর্দান্ত ছিল। দলে এসে যেভাবে খেলেছে, সেটা অসাধারণ। আগের ম্যাচে আমরা ভারসাম্য রক্ষার জন্য বোলিং অলরাউন্ডার নিতে চেয়েছিলাম। আমরা ভেবেছিলাম শার্দুল বোলিং দিক থেকে একটু এগিয়ে। কিন্তু এখন আমরা দলকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি, যাতে একজন ব্যাটিং অলরাউন্ডার নেওয়া যায়। নীতীশ বর্তমানে আমাদের প্রধান ব্যাটিং অলরাউন্ডার। তাই বলব, এই টেস্টে ওর খেলার সম্ভাবনা খুব উজ্জ্বল।”
advertisement
এছাড়া দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহের খেলার সম্ভাবনা নিয়ে ভারতীয় দলের সহকারি কোচ বলেন, “বুমরাহ দ্বিতীয় ম্যাচের জন্য উপলব্ধ। আমরা শুরু থেকেই জানতাম যে সে ৫টি ম্যাচের মধ্যে ৩টি খেলবে। প্রথম ম্যাচের পর তাকে ৮ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু পরিস্থিতি এবং তার ওয়ার্কলোড বিবেচনা করে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আমাদের অন্য খেলোয়াড়দের ওয়ার্কলোডও মূল্যায়ন করতে হবে। তাই কারিগরি দিক থেকে, হ্যাঁ, সে উপলব্ধ। কিন্তু সে খেলবে কি না, সেটা আমরা এখনো ঠিক করিনি।”
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: সেঞ্চুরি করেও বসে ছিলেন বেঞ্চে! দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল, জানিয়ে দিলেন কোচ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement