এমন প্রতারণার ফাঁদ, বুঝে ওঠার আগেই সব শেষ! আজব কাণ্ড পুরুলিয়ায়, একটু সাবধানে থাকবেন!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
প্রতারণার শিকার ঈশ্বর, খোয়ালেন দুই লক্ষ টাকা, শুরু তদন্ত!
কোটশিলা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : প্রতারণার হাত থেকে এবার বাদ গেল না ঈশ্বরও। কথাটা শুনে কিছুটা অবাক লাগছে? তাহলে খোলসা করে বলা যাক। পুরুলিয়ার কোটশিলার বাসিন্দা পেশায় সামান্য একজন গ্যারেজ মিস্ত্রী নাম ‘ঈশ্বর কুমার’। বয়স আনুমানিক ২৪ বছর। টুকটাক মোটর সাইকেল সারানোর কাজ করেন তিনি। তাতেই সংসার চলে তার। বেশ কিছুদিন আগে ঈশ্বর কুমারকে পরিবহন দফতরে চাকরি আশ্বাস দিয়েছিলেন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। নিজেকে পরিবহন দফতরের আধিকারিক হিসেবে পরিচয় দিয়েছিলেন সেই ব্যক্তি। তাঁর কথা বিশ্বাসও করেছিলেন ঈশ্বর কুমার। তবে চাকরির বিনিময়ে দু\’লক্ষ টাকার দাবি ছিল উজ্জল বন্দ্যোপাধ্যায়ের।
চড়া সুদে লোন নিয়েই ভরসা করে ওই ব্যক্তির হাতে দু\’লক্ষ টাকা তুলে দিয়েছিলেন ঈশ্বর বাবু। ব্যাস তাতেই হয়ে গেল গণ্ডগোল। ভুল বুঝতে পেরে তিনি এখন দ্বারস্থ হয়েছেন পুলিশের। ইতিমধ্যেই কোটশিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
ঈশ্বর কুমারের অভিযোগ, মোহনপুর গ্রামের বাসিন্দা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। সে তার দোকানে প্রায়শই আসত। সেই সূত্রেই তার পরিচয় হয় উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ছোটখাটো বিভিন্ন গাড়ির কাজ ঈশ্বরের দোকানে করাতেন উজ্জ্বল বাবু।
advertisement
advertisement
কখনও কখনও তাকে বকশিস হিসেবে ৫০, ১০০ টাকা উপরিও দিতেন। উজ্জ্বল বাবু নিজেকে পরিবহন দফতরের আধিকারিক হিসাবেই পরিচয় দিয়েছিলেন। মোটামুটি সবকিছু ভালই চলছিল। কিন্তু হঠাৎ গত এপ্রিল মাসে উজ্জ্বল বাবু ঈশ্বর কুমারকে বলেন, ঝালদা পরিবহন দফতরের একটি নতুন অফিস হবে। কাজের জন্য সেখানে লোক লাগবে। দুই লক্ষ টাকা দিলে সেখানে কাজের ব্যবস্থা করে দেবেন তিনি। প্রথমে খানিকটা খটকা লেগেছিল ঈশ্বর কুমারের। তাই তিনি প্রশ্ন করেছিলেন তিনি সামান্য এক গ্যারেজ মিস্ত্রি। আরটিও অফিসে কীভাবে চাকরি পাবেন তিনি?
advertisement
সেই সময় উজ্জ্বল বাবু তাকে জানিয়েছিলেন, আরটিও অফিসে অনেকেই লাইসেন্স পাওয়ার জন্য বাইক নিয়ে টেস্ট ড্রাইভ দিতে আসে। সেইসব বাইকের ব্রেক, ইঞ্জিন, ইত্যাদি ঠিক আছে কিনা তা দেখার জন্যই লোক নিয়োগ হবে। তাই গ্যারেজ মিস্ত্রি হলেও এ কাজ তার হওয়া সম্ভব। উজ্জ্বল বাবুর সেই কথাতে বিশ্বাস করেই লোন নিয়ে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় কে টাকা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে চাকরি চাওয়াতে এড়িয়ে যেতে থাকেন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। অবশেষে পুলিশের দারস্থ হন ঈশ্বর কুমার। ঘটনার তদন্ত শুরু করেছে কোটশিলা থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এমন প্রতারণার ফাঁদ, বুঝে ওঠার আগেই সব শেষ! আজব কাণ্ড পুরুলিয়ায়, একটু সাবধানে থাকবেন!