বাল্যবিবাহ বন্ধ করতে ডেকোরেটর সমন্বয় সমিতি যা করছে! শুনলে চমকে উঠবেন!
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
বাল্যবিবাহ বন্ধ করতে ডেকোরেটর সমন্বয় সমিতি যা করছে! শুনলে চমকে উঠবেন!
 রিন্টু পাঁজা, আসানসোল: বিয়ের অনুষ্ঠানে ডেকোরেটর সমন্বয় সমিতি আর কাজ করবে না! কী শুনে চমকে গেলেন নিশ্চয়ই? এবার আপনি নিশ্চয়ই ভাবছেন তাহলে মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করবেন কীভাবে? হ্যাঁ আপনার মনে এই চিন্তা আসা অবশ্যই স্বাভাবিক। তবে চমকে যাওয়ার মত কিছু নেই। বর্তমানে বাল্যবিবাহ বন্ধ করার জন্যই বিশেষ ভূমিকা পালন করল ডেকোরেটর সমন্বয় সমিতি। এখন বাল্যবিবাহ একটা সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। গ্রাম থেকে শহর সর্বত্রই ছড়িয়ে পড়েছে এই ব্যধির শিকড়। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হতেই চুপিসাড়ে মেয়ের বিবাহ দিয়ে দিচ্ছেন অনেকেই। এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন মেয়েরা।
আরও পড়ুন: মালদহ, মুর্শিদাবাদের ভাঙ্গন রুখতে রিপোর্ট তৈরির কাজ শুরু, অর্থ দেবে কে? কেন্দ্রের সাহায্য?
সেই ব্যধি দূর করতেই কার্যত অগ্রণী ভূমিকা পালন করল বাংলার ডেকোরেটর সমন্বয় সমিতি।বাল্যবিবাহ বন্ধ করতে প্রশাসন বিভিন্ন ভাবে সতর্ক করে চলেছে। নিয়েছে একাধিক পদক্ষেপও। প্রশাসনের পক্ষ থেকে কখনও এলাকায় মাইকিং, কখনও পথনাটিকার মাধ্যমে তুলে ধরেছে বাল্যবিবাহের করুণ কাহিনী। তবুও একশ্রেণীর মানুষ পুরোপুরি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চুপিসাড়ে ১৮ বছরের কম বয়সী মেয়ের বিবাহের আয়োজন করে চলেছেন।
advertisement
advertisement
অথবা ভাবছেন যে প্রশাসন কিছুই জানতে পারবে না। কিন্তু এবার সেই রকম চিন্তা ভাবনা নিয়ে মেয়ের বিয়ের আয়োজন করলে আপনি হয়ে যান সাবধান। কারণ এবার প্রশাসনকে সহযোগিতা করতে পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটর সমন্বয় সমিতি এগিয়ে এল।
advertisement
পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল রায় চৌধুরী বলেন, “বাল্যবিবাহ যেখানে হবে আমরা সেখানে কাজ করব না। আমরা প্রশাসনকে জানাব এই বিষয়ে। আমরা সারা রাজ্যজুড়ে একটা চিন্তা ভাবনা গ্রহণ করেছি যাতে বাল্যবিবাহ রোধে এই বার্তা ছড়িয়ে দেওয়া যায়। আগামী রাজ্য সম্মেলন আরামবাগে রয়েছে সেখানেও আমরা চেষ্টা করব এই বার্তা ছড়িয়ে দেওয়ার।”
advertisement
দু’দিন ব্যাপী পশ্চিম বর্ধমান জেলা ডেকোরেটর সমন্বয় সমিতির একটি সম্মেলন আয়োজন করা হয় আসানসোল রবীন্দ্রভবনে। সেখানে অংশগ্রহণ করেন জেলার প্রায় ৫৯১জন সদস্য।
২৩ টি জেলার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। জেলার বিভিন্ন জায়গায় বাল্যবিবাহ রোধে ডেকোরেটর সমন্বয় সমিতির পক্ষ থেকে অগ্রণী ভূমিকা পালন করা হয়। সেখানে সমস্ত ডেকোরেটর সদস্যদের জানান হয়, জেলায় গ্রাম থেকে শহর যেখানেই বাল্যবিবাহ আয়োজন করা হবে সেই বিয়ের অনুষ্ঠানের কাজ তারা করবেন না এবং এ বিষয়ে প্রশাসনকে জানান হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 3:33 PM IST

 
              