Purba Bardhaman tourist spot| পুজোর ছুটিতে ঘুরে আসুন যমুনা দীঘি, রইল পকেট ফ্রেন্ডলি ঘোরার সুলুক সন্ধান

Last Updated:

Purba Bardhaman tourist spot| পূর্ব বর্ধমানের গুসকরার যমুনা দীঘি।

পূর্ব বর্ধমানের এই যমুনাদিঘিতে ঘুরে আসতে পারেন যখনতখন।
পূর্ব বর্ধমানের এই যমুনাদিঘিতে ঘুরে আসতে পারেন যখনতখন।
#পূর্ব বর্ধমান: পুজোর ছুটিতে মন টিকছে না ব্যাস্ত শহরে। মন খুঁজছে নিরিবিলি পরিবেশে। করোনার আতঙ্ক আপনাকে দিচ্ছে না লোকসমাগমে থাকতে। চিন্তা নেই, আমাদের আশেপাশে এমন কিছু জায়গা থাকে যা সচরাচর আমাদের নজরে আসে না। আজ তেমনই একটি জায়গার খোঁজ দেবো আপনাকে।
পূর্ব বর্ধমানের গুসকরার যমুনা দীঘি। পাখিদের কিচি মিচি, মাছেদের কিলবিল। রাস্তার দুপাশে সবুজ ধানের ক্ষেত, সিরিশ, আম, কাঁঠাল এবং শিশু গাছের সমাহার রয়েছে যমুনা দীঘিতে। সপ্তাহান্তে হোক বা পুজোর ছুটিতে খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চলে আসুন যমুনা দীঘিতে।
এখনকার পরিবেশ কেমন, কী কী আছে ?
advertisement
রাঙামাটির রাস্তা দিয়ে আম্র শাখার মধ্যে আলো আঁধারি পরিবেশ এই সরোবরের। শিশুদের খেলার জায়গা থেকে শুরু করে বড়োদের নিরিবিলিতে আড্ডা দেওয়ার জায়গা সবই আছে এখানে। যমুনা দীঘির চারপাশ ঘিরে রয়েছে আম গাছ। যমুনা দীঘিতে এলে আপনি যেদিকেই চোখ রাখবেন নজরে আসবে শান্ত নিটোল জলের পাশে সারসদের নিভৃতে আলাপচারিতা।
advertisement
রাজ্য মৎস্য উন্নয়ন কর্পোরেশনের অধীনে যমুনা দীঘিতে বিস্তৃত ২৫ হেক্টর জমি চাষের জন্য ব্যবহৃত হয়। বেশ কয়েকটি দীঘি রয়েছে এখানে।
প্রত্যেক পুকুরে রুই, কাতলা ও মৃগেলের মতো বড় মাছ চাষ করা হয় এখানে। মৎস্য বিভাগ এখানে একটি বাগানও রক্ষণাবেক্ষণ করে।
এলাকার একটি অংশ পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। আপনি চাইলে প্যাডেল বোর্ডেও দীঘিতে ভেসে বেড়াতে পারেন।
advertisement
কী ভাবে যাবেন ?
হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে আপনাকে নামতে হবে মানকার স্টেশনে। স্টেশনে নেমে গাড়ি ধরে চলে আসুন যমুনা দীঘি। মাত্র ৪৫ মিনিট লাগে স্টেশন থেকে আসতে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে একটি বাসে উঠুন, নেমে যান পরাজ মোরে।
কোথায় থাকবেন আপনি?
আম্রপালি ট্যুরিস্ট কমপ্লেক্স হল বেশ ভালো থাকার জায়গা। পুরনো অফিস ভবনগুলি পরিণত হয়েছে বিশ্রামাগারে। এখানেও থাকতে পারবেন আপনি। অবশ্যই আসুন বুকিং করে।
advertisement
Malobika Biswas
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman tourist spot| পুজোর ছুটিতে ঘুরে আসুন যমুনা দীঘি, রইল পকেট ফ্রেন্ডলি ঘোরার সুলুক সন্ধান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement