World Environment Day: পুলিশের প্রিজনভ্যানে বন্দি গাছ!  পরিবেশ দিবসে অন্য ছবি হাওড়ায়

Last Updated:

স্কুল পড়ুয়াদের সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস পালন। সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।

+
পিজন

পিজন ভ্যান বন্দি গাছ

হাওড়া: পুলিশের প্রিজনভ্যানে বন্দি গাছ!  পরিবেশ দিবসে অন্য ছবি হাওড়ায়। পুলিশ কার্যালয়ের সামনে সারি সারি দাঁড়িয়ে গাড়ি সেই সমস্ত গাড়ি ভর্তি গাছ। প্রিজনভ্যানে গাছ ওঠাতে নামাতে ব্যস্ত পুলিশ কর্মীরা। এমন চিত্র হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর দফতরে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে অপরাধ দমন করতে পুলিশি তৎপরতা খুব সাধারণ ঘটনা। পুলিশ চোর ডাকাত দুষ্কৃতী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটাই স্বাভাবিক। কিন্তু চোর ডাকাত দুষ্কৃতী ছেড়ে গাছ নিয়ে চরম ব্যস্ত পুলিশ কর্মীরা, এমন ছবি প্রায় বিরল।
সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এবার পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসের আগে থেকেই হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর দফতরে জোর প্রস্তুতি। বুধবার বিকেল থেকেই সদর দফতরে হাজির বিভিন্ন থানার প্রিজন ভ্যান। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর দফতর থেকে গাছ পৌঁছে যাচ্ছে থানা গুলিতে।
advertisement
advertisement
৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। সারা বছর পরিবেশ রক্ষার কর্মসূচি পৃথিবীর নানা প্রান্তে অনুষ্ঠিত হয়। সমস্ত মানুষকে আরও বেশি করে পরিবেশ রক্ষার বিষয়ে সদর্থক ভূমিকা পালনে উৎসাহ প্রদানে ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। সারা পৃথিবীজুড়ে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে এই দিন পালন করা হয়। আমাদের দেশ, রাজ্য এবং জেলা বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সরকারি দফতর গুলিতেও বিভিন্ন ভাবে এইদিন পরিবেশ রক্ষার কর্মসূচি পালিত হয়।
advertisement
এবার বিশ্ব পরিবেশ দিবসে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ স্কুল ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশ রক্ষার কর্মসূচি আরও ত্বরান্বিত করতে ছাত্র-ছাত্রীদের হাতে গাছ লাগানোর উদ্যোগ। জেলার প্রতিটি স্কুলে থানার মাধ্যমিক চারা গাছ পৌঁছে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে আরও বেশি করে উৎসাহিত করতে স্কুলগুলিতে চারা গাছ পাঠান। ছাত্র-ছাত্রীরা নিজের হাতে গাছ লাগাবে সেই গাছের প্রতি ও পরিবেশের প্রতি ওদের কদর বাড়বে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রায় পাঁচ হাজার গাছ স্কুলে স্কুলে প্রদান করার উদ্যোগ।চারা গাছ লাগানোর পর সেই গাছ বেড়ে ওঠার পূর্ণ নজরদারি করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
World Environment Day: পুলিশের প্রিজনভ্যানে বন্দি গাছ!  পরিবেশ দিবসে অন্য ছবি হাওড়ায়
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement