Bhai Phonta 2023: ভারত বিশ্বকাপ জেতার আগেই ঘরে পৌঁছাচ্ছে ট্রফি! সকাল থেকে দোকানে লাইন ভাই-বোনদের

Last Updated:

আইসিসি বিশ্বকাপ ২০২৩ ট্রফির রেপ্লিকা তৈরী হয়েছে ক্ষীরসন্দেশ দিয়ে। ছোট-বড় বিভিন্ন আকারের বিশ্বকাপ মিষ্টি ভাইফোঁটার জন্য বিক্রি হচ্ছে দেদার।

ভারত বিশ্বকাপ জেতার আগেই ঘরে পৌঁছাচ্ছে ট্রফি! সকাল থেকে দোকানে লাইন ভাই-বোনদের
ভারত বিশ্বকাপ জেতার আগেই ঘরে পৌঁছাচ্ছে ট্রফি! সকাল থেকে দোকানে লাইন ভাই-বোনদের
হুগলিঃ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। বাকি আর দুটো খেলা। তারপরই তৃতীয়বারের জন্য ভারতবাসীকে এক দিনের ক্রিকেট বিশ্বকাপ উপহার তুলে দিতে পারে বিরাট-রোহিতরা। দলের পারফরমেন্স স্বপ্ন দেখাতে শুরু করেছে ১৪০ কোটি ভারতবাসীকে। আর ভাইফোঁটার মিষ্টিতে সেই বিশ্বকাপ তৈরী করে চমক দিয়েছে ব্যান্ডেলের এক মিষ্টান্ন প্রতিষ্ঠান। আইসিসি বিশ্বকাপ ২০২৩ ট্রফির রেপ্লিকা তৈরী হয়েছে ক্ষীরসন্দেশ দিয়ে। ছোট-বড় বিভিন্ন আকারের বিশ্বকাপ মিষ্টি ভাইফোঁটার জন্য বিক্রি হচ্ছে দেদার।
মিষ্টান্ন প্রতিষ্ঠানের কর্নধার শুভেন্দু মন্ডল বলেন, “প্রতিবার ভাইফোঁটায় চিরাচরিত খাজা, গজা, লবঙ্গলতিকা, বেকড রস মাধুরী, ক্ষীরমোহন, অমৃত কলশ, ক্ষীরসুন্দরী তো আছেই। এবার যেহেতু বিশ্বকাপ চলছে। তাই আমরাও মিষ্টির উপরে একটু এক্সপেরিমেন্ট করেছি। মিষ্টিতে বিশ্বকাপের চমক রেখেছি। ছোট বিশ্বকাপের দাম রাখা হয়েছে পঞ্চাশ টাকা। অনেকেই এই মিষ্টি পছন্দ করছেন। কিনে নিয়ে যাচ্ছেন। ভারত এবার বিশ্বকাপ জিতবে কোনও সন্দেহ নেই। আর ভারত বিশ্বকাপ জিতলে মিষ্টি মুখ হবে।”
advertisement
advertisement
ক্রেতারা বলেন, “ভাইফোঁটার মিষ্টির বাইরে এই ধরনের বিশ্বকাপ মিষ্টি একেবারে নতুন। বোনেরা ভাইদের এই নতুন মিষ্টি খাওয়াতে পারবে। আশা করি ভারত বিশ্বকাপ জিতবে। দেশে বিশ্বকাপ আসবে আর ভাইফোঁটাতেও বিশ্বকাপ ঘরে ঘরে পৌঁছে যাবে।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bhai Phonta 2023: ভারত বিশ্বকাপ জেতার আগেই ঘরে পৌঁছাচ্ছে ট্রফি! সকাল থেকে দোকানে লাইন ভাই-বোনদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement