Bankura News: পিছন থেকে জাপটে ধরলেও পালিয়ে বাঁচার কৌশল, শিখলেন বাঁকুড়ার ছাত্রীরা
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
সর্বশক্তি দিয়ে হাত চেপে ধরলেও ছাড়িয়ে নেওয়ার টেকনিক রয়েছে। এক হাত নয় দুই হাত চেপে ধরলেও সম্ভব ছাড়িয়ে নেওয়া।
বাঁকুড়া : দৈনন্দিন জীবনে নারীদের সুরক্ষার বিষয়ে চিন্তিত সব মহল। রোজকার যাতায়াতে রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে মহিলারাই যে ‘সফট টার্গেট’, তা বার বার প্রকাশ্যে চলে এসেছে। আর আবারও বোঝা গিয়েছে, নারীদের নিজেদের সুরক্ষা ভার নিতে নিজেদেরকেই। হয়ে উঠতে হবে আত্মনির্ভর। এবার তাই তাঁদের আত্মরক্ষার পাঠ দিতে আসরে নামল ইন্দপুরের শালডিহা কলেজ। ওই কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হল ক্যারাটে প্রশিক্ষণ শিবির। এই শিবিরে প্রায় ৫০ জন ছাত্রী অংশ নেয় বলে জানা গেছে।
কলেজ সূত্রে খবর, বর্তমান সময়ে পরিস্থিতি অনুযায়ী আত্মরক্ষার কৌশল জানা ভীষণ জরুরী ছাত্রীদের। এবিষয়ে আগ্রহী হন ছাত্রীরাও। আর কলেজেই সেই সুবর্ণ সুযোগ এসে গেল। এর জন্য ক্যারাটে প্রশিক্ষকও আনা হয়েছে। আত্মরক্ষার কৌশল শেখার জন্য প্রথম দিন কলেজের ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণে উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
advertisement
advertisement
এদিন ক্যারাটের মাধ্যমে আত্মরক্ষার একেবারে প্রাথমিক পাঠ ছাত্রীদের শিখিয়েছেন প্রশিক্ষক। সেলফ ডিফেন্সের স্পেশাল ট্রেনিং। হাত চেপে ধরলে কি করবেন মহিলারা! সর্বশক্তি দিয়ে হাত চেপে ধরলেও ছাড়িয়ে নেওয়ার টেকনিক রয়েছে। এক হাত নয় দুই হাত চেপে ধরলেও সম্ভব ছাড়িয়ে নেওয়া।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
advertisement
সামনে থেকে হোক কিংবা পিছন থেকে, জাপটে ধরলেও বেরিয়ে আসা সম্ভব। তেমনটাই চোখে পড়ল প্রত্যন্ত ইন্দপুরে। রাতের অন্ধকারে হোক কিংবা দিনের আলোয়, পড়ুয়া মেয়েরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তার জন্যই এই বিশেষ উদ্যোগ।
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2025 3:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পিছন থেকে জাপটে ধরলেও পালিয়ে বাঁচার কৌশল, শিখলেন বাঁকুড়ার ছাত্রীরা









