Bankura News: পিছন থেকে জাপটে ধরলেও পালিয়ে বাঁচার কৌশল, শিখলেন বাঁকুড়ার ছাত্রীরা

Last Updated:

সর্বশক্তি দিয়ে হাত চেপে ধরলেও ছাড়িয়ে নেওয়ার টেকনিক রয়েছে। এক হাত নয় দুই হাত চেপে ধরলেও সম্ভব ছাড়িয়ে নেওয়া।

+
সেলফ

সেলফ ডিফেন্সের ট্রেনিং 

বাঁকুড়া : দৈনন্দিন জীবনে নারীদের সুরক্ষার বিষয়ে চিন্তিত সব মহল। রোজকার যাতায়াতে রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে মহিলারাই যে ‘সফট টার্গেট’, তা বার বার প্রকাশ্যে চলে এসেছে। আর আবারও বোঝা গিয়েছে, নারীদের নিজেদের সুরক্ষা ভার নিতে নিজেদেরকেই। হয়ে উঠতে হবে আত্মনির্ভর। এবার তাই তাঁদের আত্মরক্ষার পাঠ দিতে আসরে নামল ইন্দপুরের শালডিহা কলেজ। ওই কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে শুরু হল ক্যারাটে প্রশিক্ষণ শিবির। এই শিবিরে প্রায় ৫০ জন ছাত্রী অংশ নেয় বলে জানা গেছে।
কলেজ সূত্রে খবর, বর্তমান সময়ে পরিস্থিতি অনুযায়ী আত্মরক্ষার কৌশল জানা ভীষণ জরুরী ছাত্রীদের। এবিষয়ে আগ্রহী হন ছাত্রীরাও। আর কলেজেই সেই সুবর্ণ সুযোগ এসে গেল। এর জন্য ক্যারাটে প্রশিক্ষকও আনা হয়েছে। আত্মরক্ষার কৌশল শেখার জন্য প্রথম দিন কলেজের ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণে উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
advertisement
advertisement
এদিন ক্যারাটের মাধ্যমে আত্মরক্ষার একেবারে প্রাথমিক পাঠ ছাত্রীদের শিখিয়েছেন প্রশিক্ষক। সেলফ ডিফেন্সের স্পেশাল ট্রেনিং। হাত চেপে ধরলে কি করবেন মহিলারা! সর্বশক্তি দিয়ে হাত চেপে ধরলেও ছাড়িয়ে নেওয়ার টেকনিক রয়েছে। এক হাত নয় দুই হাত চেপে ধরলেও সম্ভব ছাড়িয়ে নেওয়া।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
সামনে থেকে হোক কিংবা পিছন থেকে, জাপটে ধরলেও বেরিয়ে আসা সম্ভব। তেমনটাই চোখে পড়ল প্রত্যন্ত ইন্দপুরে। রাতের অন্ধকারে হোক কিংবা দিনের আলোয়, পড়ুয়া মেয়েরা যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে তার জন্যই এই বিশেষ উদ্যোগ।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: পিছন থেকে জাপটে ধরলেও পালিয়ে বাঁচার কৌশল, শিখলেন বাঁকুড়ার ছাত্রীরা
Next Article
advertisement
Satadru Dutta: শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের, মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই ! বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কমিটি
শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের,মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই!
  • শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের

  • মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই !

  • বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কমিটি

VIEW MORE
advertisement
advertisement