Jhargram News : স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে জঙ্গলমহলের মহিলারা, পুজোর আগে নিজেদের উদ্যোগে শুরু হল মেলা
- Reported by:Buddhadev Bera
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
নিজেদের স্বনির্ভর করার লক্ষ্যে ঝাড়গ্রামের দূর্গা পুজোর আগে মহিলাদের উদ্যোগে শুরু হয়েছে মেলা। মহিলাদের পুজোরহাট জমজমাট মেলা চলছে। মহিলাদের হাতের তৈরি সামগ্রী বিক্রি হচ্ছে এই মেলায়।
ঝাড়গ্রাম : বাড়ির কাজের ফাঁকে অবসর সময়ে নিজের কর্ম প্রতিভাকে ফুটিয়ে তুলছে জঙ্গলমহলের নারীরা। নিজেদের কর্ম প্রতিভার দক্ষতায় হাতের তৈরি নানা সামগ্রীর পসরা সাজিয়ে দুর্গা পুজোর আগে নিজেরা একজোট হয়ে শুরু করেছে মেলা। আর এই মেলার মধ্য দিয়ে তাঁরা নিজেদেরকে স্বনির্ভর করার বার্তা দিচ্ছে সমাজকে।নিজেদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ঝাড়গ্রাম শহরের মহিলারা একত্রিত হয়ে তৈরি করেছে স্বপ্নের মেয়েবেলা নামের একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগেই ঝাড়গ্রাম শহরের তরুণ তীর্থ ক্লাব প্রাঙ্গণে পাঁচ দিনের জন্য শুরু করেছে পুজোর হাট জমজমাট মানের মেলা ।
৪সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেলাটি। ৮সেপ্টেম্বর পর্যন্ত সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চলবেমেলা। মেলা শুরুর দিন থেকেই সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট ভিড় লক্ষ্য করা যাচ্ছে নারীদের এই স্বনির্ভর হওয়ার মেলায়।কেউ পোড়ামাটি দিয়ে তৈরি করেছে গয়না, কেউ আবার ঝিনুক, কড়ি, কাঠ, সুতো দিয়ে তৈরি করেছে কানের দুল ও গলার মালা। কেউ আবার সুতির শাড়িতে ফুটিয়ে তুলেছে নিজের কারুকার্য। বাবুই ও সাবাই ঘাস দিয়ে তৈরি করেছে ঘর সাজানোর জিনিস। সবকিছুই পাওয়া যাচ্ছে এই মেলায়।
advertisement
advertisement
মেলাতে দোকান দিয়েছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা প্রিয়া নন্দী, রাজশ্রী দাসরা তাঁরা বলেন,”বাড়িতে নিজেরাই বিভিন্ন ধরনের গয়না তৈরি করেছি। পোড়ামাটি, সুতো, ঝিনুক, ,কড়ি সহ বিভিন্ন সামগ্রী দিয়ে গয়না গুলি তৈরি করা হয়েছে। এইগুলি বিক্রির জন্য প্রতিবছর দুর্গা পুজোর আগে আমাদের মহিলাদের পরিচালিত স্বপ্নের মেয়ে বেলা সংগঠনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। আমাদের মূল লক্ষ্য নিজেদের স্বনির্ভর করে তোলা” ।
advertisement
কেবলমাত্র মহিলাদের হাতে তৈরি সামগ্রী এখানে বিক্রি হচ্ছে না পাওয়া যাচ্ছে টাটকা টাটকা খাবার। ঘুগনি, চিকেন পকোড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পিঠে ও মিষ্টিও পাওয়া যাচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
নারীদের স্বনির্ভর হওয়ার পুজোর আগের এই হাট পরিণত হয়েছে জমজমাট মেলায়।
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2024 1:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছে জঙ্গলমহলের মহিলারা, পুজোর আগে নিজেদের উদ্যোগে শুরু হল মেলা









