Hooghly News: অসময়ে আকাশে উড়ল অবীর! অকাল হোলিতে মাতলেন বৈদ্যবাটির মহিলারা
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
হুগলি: কয়েকদিন আগেই দোল উৎসবে শামিল হয়েছিল গোটা বাংলা। আজ আবার অকাল দোলে মাতলেন বৈদ্যবাটির মহিলারা। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা দ্বিগুণ হওয়ার ঘোষণায় করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এপ্রিলের পয়লা তারিখ থেকে কার্যকর হওয়ার কথা। প্রতি মাসের পয়লা তারিখে সেই টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে পয়লা এপ্রিল যেহেতু ব্যাঙ্ক বন্ধ থাকে তাই দোসরা এপ্রিল সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা। এই দিনটিকে মহিলারা স্মরনীয় করে রাখতে সবুজ আবির মেখে উল্লাসে মাতলো বৈদ্যবাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মহিলারা। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সবুজ আবীর মাখানো হচ্ছে ও মিষ্টি খাওয়ানো হচ্ছে। সাধারণ মহিলাদের ৫০০ টাকা থেকে ১০০০ টাকা ও এসটি এসসি মহিলাদের ১০০০ থেকে ১২০০ টাকা বাড়ানো হয়েছে লক্ষী ভন্ডারের টাকা। ভাতা বাড়ানোয় খুশি মহিলারা।
গৃহবধূ শ্রাবণী ওরাও বলেন, আগে ৫০০ পেতাম এখন হাজার টাকা করে পাচ্ছি। এতে অনেকটাই উপকার হবে। ছেলের পড়াশোনার খরচ দিতে পারব। দরকারে স্বামীর কাছে চাইতে হতো এখন সেটা আর হবে না । বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা ও সভানেত্রী পৌষালী ভট্টাচার্য বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কল্পতরু। তিনি সবসময় বাংলার মা-বোনেদের পাশে রয়েছেন। লক্ষী ভান্ডারের টাকা ৫০০ কে বেড়ে হাজার টাকা হয়েছে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকেছে। এসটি, এসসি মহিলাদের হাজার টাকা থেকে বারোশো টাকা করা হয়েছে। সেই আনন্দেই সারা রাজ্য জুড়েই এই বিজয় উৎসব পালন করা হচ্ছে, বাদ যায়নি বৈদ্যবাটি ।আমরা লক্ষী ভান্ডার ও সবুজ আবীর নিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। সেখানে মহিলাদের আবির মাখিয়ে ও মিষ্টি মুখ করিয়ে অকাল হোলিতে মেতে উঠছি।”
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তার মতে, ৩০ শতাংশ মহিলা কর্মরত এবং ৭০ শতাংশ মহিলা গৃহবধূ। লক্ষী ভান্ডারী হাজার টাকা তাদের কাছে গুরুত্বপূর্ণ। সংসার চালাতে হাজার টাকা অনেকটাই মূল্যবান।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2024 6:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: অসময়ে আকাশে উড়ল অবীর! অকাল হোলিতে মাতলেন বৈদ্যবাটির মহিলারা