Hooghly News: গার্ডেনরিচ বা বিরাটির ঘটনার পুনরাবৃত্তি রুখতে এ কী করল নাগরিক সমাজ!
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
উত্তরপাড়ায় বেআইনি নির্মাণ বন্ধ না হলে আদালতের দ্বারস্থ হবেন। নাগরিক সমাজের দেওয়া এমনই পোস্টারে নড়েচড়ে বসেছে প্রশাসনও।
হুগলি: গার্ডেনরিচ তারপর বিরাটি নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত্যুর ঘটনার ক্ষত এখনও দগদগে। এরই মধ্যে আবারও বাড়ি ভেঙে পরার আতঙ্কে উত্তরপাড়া এলাকার বাসিন্দারা। সেই কারণ দর্শিয়ে এবার ব্যানার পোস্টার পড়ল উত্তরপাড়ায়। তাতে লেখা উত্তরপাড়ায় বেআইনি নির্মাণ বন্ধ না হলে আদালতের দ্বারস্থ হবেন তারা। নাগরিক সমাজের দেওয়া এমনই পোস্টারে নড়েচড়ে বসেছে প্রশাসনও।
উত্তরপাড়ায় ফ্ল্যাট বাড়ি নির্মাণ কাজের জন্য চারতলার পর্যন্ত অনুমতি দেওয়া রয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় সেই নির্মাণ চারতলা পেরিয়ে বেড়েই চলেছে। ফলে আতঙ্কে রয়েছে না এলাকার মানুষজন। নিত্যদিন নির্মীয়মান বাড়ি থেকে খসে পড়ছে কখনো ইট কখনো বা সিমেন্ট ! ফলে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। নাগরিক সমাজের পক্ষ থেকে ঘোষণা সেই কারণে একটি পোস্টারও দেওয়া হয়েছে নির্মীয়মান ফ্ল্যাট বাড়ির সামনে, যেখানে লেখা রয়েছে, উত্তর পাড়ায় চারতলার পর্যন্ত নির্মাণ করার অনুমতি রয়েছে তার বেশি নির্মাণ কাজ হলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে নাগরিক সমাজ। এমন পোস্টার পড়ার পর থেকে শুরু হয়েছে শোরগোল। এই নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছেন বিরোধীরাও।
advertisement
advertisement
আরও পড়ুন: গা ভর্তি তাল তাল সোনার গয়না! রচনার প্রচারে ঝড় তুলছেন কে এই ‘গোল্ড ম্যান’? আজই চিনুন তাঁকে..
উত্তরপাড়া লোকসভার বিজেপির প্রার্থী কবীরশংকর বসু বলেন, “সিন্ডিকেট রাজত্বে মানুষের জীবনের মূল্য কমে গিয়েছে। নিজেদের আখের গোছাতে সাধারণ মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিচ্ছেন এই সমস্ত অবৈধ নির্মাণ কারীরা।” উত্তরপাড়ার একাধিক জায়গায় চলছে অবৈধভাবে নির্মাণ কাজ। সেই কথা স্বীকার করে নিয়েছেন উত্তরপাড়া পুরসভার উপপুরপ্রধান খোকন মন্ডল।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রোমোটারদের তাদের রাজত্ব ধ্বংস করবেন।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2024 5:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: গার্ডেনরিচ বা বিরাটির ঘটনার পুনরাবৃত্তি রুখতে এ কী করল নাগরিক সমাজ!