Rachana Banerjee Campaign: গা ভর্তি তাল তাল সোনার গয়না! রচনার প্রচারে ঝড় তুলছেন কে এই 'গোল্ড ম্যান'? আজই চিনুন তাঁকে...

Last Updated:

Election Campaign: হুগলির সুনীল দাসের হাত থেকে মাথা সোনার অলঙ্কারে মোড়া। স্থানীয় মানুষদের কাছে সুনীল পরিচিত 'লঙ্কা রাজা' নামে। 

+
রচনার

রচনার নির্বাচনী প্রচার।

হুগলি: কথায় আছে সোনার লঙ্কার রাজা রাবণ! তবে হুগলির সুনীল দাসকে দেখলে সে কথা পাল্টে যায়। হাত থেকে মাথা সোনার অলঙ্কারে মোড়া। স্থানীয়দের কাছে সুনীল পরিচিত ‘লঙ্কা রাজা’ নামে। এই নাম যেই রাখুক না কেন, নামের সার্থকতা তাঁকে দেখলেই বোঝা যায়। সারা গায়ে তাল তাল সোনা। এক নজরে দেখলে ‘বাপ্পি দা’র কথা মনে পড়তে বাধ্য। সেই লঙ্কা রাজাই নজর কাড়ছেন এ বার রচনার প্রচারে।
চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আমেদাবাদ গ্রামে রচনার প্রচার সঙ্গী ছিলেন ‘লঙ্কা রাজা’। গলায় সরু, মোটা নানা ধরনের সোনার চেন। শিব, কালী, বজরংবলি, গনেশের লকেট। দু-হাতে নানা ধরনের ব্রেসলেট, বালা, আঙুলে আংটি, ঘড়ি। কালো পোশাকে সর্বদা চকচক করে সোনার অলংকার।
আরও পড়ুনঃ ওষুধকে বলুন ‘টাটা’! এই ৮ ড্রাইফ্রুটস ক্যালসিয়ামের খনি, রোজের ডায়েটে একটি রাখা মাস্ট
পেশায় স্টক মার্কেটের ব্যবসায়ী লঙ্কা রাজা। সুগন্ধার কামদেবপুর গ্রামে বাড়ি। স্টক মার্কেট ছাড়াও জমি কেনাবেচা ও চাষবাসের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। মোট কত পরিমান সোনা তার শরীরে রয়েছে সেই প্রশ্নের সঠিক উত্তর অবশ্য দিতে পারেননি ‘লঙ্কা রাজা’। কারণ এত পরিমাণ সোনা রয়েছে তার শরীরে, যে তিনি নিজেই হিসাব রাখেননি।
advertisement
advertisement
ভয় করে না এত সোনা পরে রাস্তায় বেরোতে? প্রশ্ন শুনে লঙ্কা রাজার জবাব, ‘ভয় করবে এমন লোকের সঙ্গে মিশি না।’ কত সোনা রয়েছে? উত্তরে জানান, কত আছে মাপা নেই। আমার শখ তাই পরি। বাড়িতে রয়েছে সাতটি বুলেট। সেই বুলেট নিয়ে ঘোরেন সৌখিন তৃণমূল কর্মী সুনীল দাস ওরফে লঙ্কা রাজা।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Rachana Banerjee Campaign: গা ভর্তি তাল তাল সোনার গয়না! রচনার প্রচারে ঝড় তুলছেন কে এই 'গোল্ড ম্যান'? আজই চিনুন তাঁকে...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement