CPIM: রচনা-লকেটকেও পিছনে ফেলে দিচ্ছেন এই CPIM প্রার্থী! এমন কাণ্ড ঘটালেন, প্রচারেই শোরগোল

Last Updated:

CPIM: বাম ডান সব দলই দেওয়াল লিখে প্রচার করছে।

+
সিপিএম

সিপিএম প্রার্থীর অভিনব প্রচার

হুগলি: ভোটের প্রচারে দেওয়াল লিখন এক পুরোনো কৌশল। সেই কৌশলেই ডিজিটাল ছোঁয়া হুগলির বাম প্রার্থীর দেওয়াল লিখনে, যা নজর কাড়ছে এলাকাবাসীর। একটা সময় ছিল যখন কাট আউট ফ্লেক্স ব্যানার ছিল না।ভোটের প্রচারে দেওয়াল লিখনই ছিল মাধ্যম।সময়ের সঙ্গে সঙ্গে প্রচারে কৌশল বদলেছে।এখন তো এআই(কৃত্তিম বুদ্ধিমত্তা) দিয়েও প্রচার শুরু হয়েছে।তবু দেওয়াল লিখন তার গরিমা ধরে রেখেছে এখনও। বাম ডান সব দলই দেওয়াল লিখে প্রচার করছে।
হুগলিতে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের লড়াই এর দিকে নজর থাকবে সবার। তবে বাম প্রার্থী ভোট ময়দানে নতুন মুখ মনোদীপ ঘোষের দেওয়াল লিখন নজর কাড়ছে সকলের। প্রার্থী মনোদীপের ছবি ডিজিটাল পেপারে ল্যামিনেশান করে দেওয়ালে ডিডিএল আঠা দিয়ে এমন ভাবে সাঁটানো হয়েছে যা দেওয়াল লিখনের সঙ্গে মানানসই।
advertisement
advertisement
এতে প্রার্থীকে চিনতে সুবিধা হচ্ছে যারা দেওয়াল লিখন দেখছেন তাদের। বাম শরিক ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে এই প্রচার করা হচ্ছে। ভোট এলেই দেওয়াল ভরে ওঠে নানা ছবি ছড়ায়।
এই বিষয়ে শিল্পী সুভাষ দত্ত বলেন, দেওয়াল লেখার পর প্রার্থীর ছবিকে ডিজিটাল প্রিন্ট করে আঠা দিয়ে এমন ভাবে বসানো হয় যাতে মনে হবে দেওয়ালে ছবি আঁকা হয়েছে।ছবি সাঁটানোর আগে বেসটা এমন ভাবে তৈরিকরা হয় যাতে রঙ মেশানোর পর আর বোঝার উপায় থাকে না দেওয়াল লেখা আর ছবি আলাদা।আর এই ছবি রোদ বৃষ্টিতেও নষ্ট হয়না।খরচও কম।নতুন ধরনের এই দেওয়াল প্রচার হুগলিতে নজর কাড়ছে বলাই যায়।
advertisement
—- রাহী হালদার
বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM: রচনা-লকেটকেও পিছনে ফেলে দিচ্ছেন এই CPIM প্রার্থী! এমন কাণ্ড ঘটালেন, প্রচারেই শোরগোল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement