গয়না ভর্তি ব্যাগ টোটোয় ফেলে নেমে গেলেন মহিলা! তারপর? ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ

Last Updated:

কালনার আশ্রম পাড়ার বাসিন্দা সুপর্ণা বিশ্বাস মেয়ে ছোট মেয়েকে নিয়ে সঙ্গে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন।একটি টোটো চেপে বাকুলিয়া বাসস্ট্যান্ডে যান তিনি। সেখানে টোটো থেকে নেমে অন্য একটি টোটোয় চড়তে গিয়ে বুঝতে পারেন তাঁর সঙ্গে গয়না ভর্তি ব্যাগটি নেই।

কালনার আশ্রম পাড়ার বাসিন্দা সুপর্ণা বিশ্বাস মেয়ে ছোট মেয়েকে নিয়ে সঙ্গে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন।একটি টোটো চেপে বাকুলিয়া বাসস্ট্যান্ডে যান তিনি। সেখানে টোটো থেকে নেমে অন্য একটি টোটোয় চড়তে গিয়ে বুঝতে পারেন তাঁর সঙ্গে গয়না ভর্তি ব্যাগটি নেই। খেয়াল হয় আগের টোটোয় সেই ব্যাগ ফেলে এসেছেন। শুরু হয় সেই টোটো খোঁজার পালা। কিন্তু তিনি আর সেই টোটোর সন্ধান পাননি। বাপের বাড়ি যাওয়া পরিকল্পনা বাদ দিয়ে তিনি কালনা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
advertisement
advertisement
অভিযোগ পাওয়ার পর তদন্ত নামে পুলিশ। রাস্তার বিভিন্ন সি সি টিভির ফুটেজ খতিয়ে দেখা হয়। তা থেকেই সনাক্ত করা হয় টোটোটিকে। খোঁজ নিয়ে জানা যায় টোটো চালকের বাড়ি কালনার বারুইপাড়ায়। এরপর পুলিশ টোটো চালকের সঙ্গে যোগাযোগ করে। টোটো চালক সুজিত নন্দী গয়না ভর্তি ব্যাগটি নিয়ে থানায় হাজির হন। পুলিশ ব্যাগের সন্ধান পেয়ে সুপর্ণা দেবীর সঙ্গে যোগাযোগ করে। সন্ধ্যা নাগাদ সুপর্ণা দেবী থানায় যান। ব্যাগের ভেতর কি কি ছিল জানতে চাওয়া হয়। পুলিশ তা খতিয়ে দেখে ব্যাগটি সুপর্ণা দেবীর হাতে তুলে দেয়।
advertisement
টোটো চালক সুজিতের দাবি, বাকুলিয়ায় ওই মহিলাকে নামিয়েছিলাম। তারপর প্রায় তিন কিলোমিটার দূরে চলে এসে খেয়াল করি ব্যাগটি রয়ে গিয়েছে। কিছুটা এগিয়ে গিয়ে খোঁজ খবর করি। কিন্তু ওই মহিলার আর দেখা পাইনি। সুপর্ণা দেবী বলেন, ভুল করে আমি ব্যাগটা টোটোয় রেখে নেমে পড়েছিলাম। ব্যাগে প্রায় দেড় লক্ষ টাকার গয়না ছিল। আমি টোটো চালক ও পুলিশের কাছে কৃতজ্ঞ। খুশি হয়ে টোটো চালককে ৫০০ টাকা দেন তিনি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গয়না ভর্তি ব্যাগ টোটোয় ফেলে নেমে গেলেন মহিলা! তারপর? ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement