Woman makes suicide attempt with three children: স্বামীর সঙ্গে বচসা, তিন সন্তানকে বিষ খাইয়ে চরম পদক্ষেপ গৃহবধূর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে, কর্মসূত্রে বাইরে থাকেন ওই মহিলার স্বামী হোসেন শেখ৷ শুক্রবার রাতে ফোনে স্বামীর সঙ্গে কথা হয় সেলিনা বিবি নামে ওই মহিলার৷ ফোনেই দম্পতির মধ্যে অশান্তি হয়৷ এর পরই নিজের তিন সন্তানকে কীটনাশক খাইয়ে নিজেও কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা৷
advertisement
advertisement
কীটনাশক খাওয়ার জেরে বাড়িতেই মৃত্যু হয় বড়ে মেয়ে খুশি খাতুন (১৩) এবং ছোট মেয়ে হাসি খাতুন (১১)৷ অসুস্থ হয়ে ঘরের মধ্যে ছেলে ইরফান শেখ (৮) কে নিয়ে পড়েছিলেন সেলিনা বিবি৷ প্রতিবেশীরাই তাঁদেরকে উদ্ধার করে পুলিশে খবর দেয়৷ আশঙ্কাজনক অবস্থায় সেলিনা বিবি ও তাঁর ছেলেকে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ সেলিনা বিবির দুই মেয়ের দেহ ময়নাতদন্তের জন্য বোলপুুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ৷
advertisement
কীর্ণাহার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ প্রতিবেশীরা মনে করছেন, আর্থিক অনটনের কারণে স্বামীর সঙ্গে অশান্তির জেরেই এই কাণ্ড ঘটিয়েছেন সেলিনা বিবি৷ ঘটনায় গোটা গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2022 10:51 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Woman makes suicide attempt with three children: স্বামীর সঙ্গে বচসা, তিন সন্তানকে বিষ খাইয়ে চরম পদক্ষেপ গৃহবধূর