West Bengal News: লক্ষ্মীপুজোর দিনই ঘরের লক্ষ্মীকে পুড়িয়ে মারার অভিযোগ, হাড়হিম ঘটনা কাকদ্বীপে

Last Updated:

West Bengal News: যে ঘরে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে সেই ঘরটি তদন্তের জন্য সিল করেছে পুলিশ।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#কাকদ্বীপ: কোজাগরী লক্ষ্মীপুজোর দিনেই গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। মৃত গৃহবধূ কুড়ি বছরের শিউলি পাঁজা গিরি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানার প্রসাদপুরে। এই ঘটনায় মৃতার শ্বশুর শাশুড়িকে আটক করেছে পুলিশ।
যে ঘরে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে সেই ঘরটি তদন্তের জন্য সিল করেছে পুলিশ। আজ ডায়মন্ড হারবার হাসপাতাল মর্গে দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ বছর আগের নামখানার সাতমাইলের শিউলির সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয় প্রসাদপুরের গুরুপদর। গুরুপদ পেশায় পরিযায়ী শ্রমিক। স্বামী না থাকায় শ্বশুর শাশুড়ি বধূর ওপর নির্যাতন চালাত বলে অভিযোগ।
advertisement
advertisement
বধূ অত্যাচার সহ্য করতে না পেরে এক আত্মীয়ের বাড়িতে চলে যায়। গতকাল শ্বশুর বাড়ি ফিরেছিল বধূ। অভিযোগ,এরপর মারধর করার পর বধূকে ঘরের মধ্যে আটকে রেখে গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা নাগাদ সেখানে মৃত্যু হয় বধূর।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: লক্ষ্মীপুজোর দিনই ঘরের লক্ষ্মীকে পুড়িয়ে মারার অভিযোগ, হাড়হিম ঘটনা কাকদ্বীপে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement