কাজের ফাঁকে সুপুরি দিয়ে দুর্গা মূর্তি গড়েন মহিলা, মূর্তি বিক্রির টাকায় করেন সমাজসেবা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
#রানাঘাট: এ এক অন্য দুর্গার গল্প। যে দুর্গা ঘোর সংসারী। যে দুর্গা ঘর সামলান, রান্না ছেলে পড়ান। আবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে দিনরাত চড়কিপাকও দেন। সেই দুর্গাই প্রতিবছর নিপুণ হাতে দুর্গা মূর্তিও গড়েন। এ গল্প নদিয়ার পাপিয়া করের।
পাপিয়া কর। বয়স ৩৪। কিংবা আরেকটু বেশী অথবা কম। সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহবধূর বয়স আর কেই বা মনে রাখেন? তারা মনে থাকেন কাজে। পাপিয়া বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জে। যিনি আসলে বাস্তবের দশভূজা।
ছোটবেলার ভালবাসা আজ নেশা। সমাজসেবার নেশা। স্বামী,সন্তান,পরিবার সামলে বেড়িয়ে পড়েন রোজ। ব্যাগে থাকে রান্না করা খাবার। বিশেষ চাহিদাসম্পন্ন হোক বা স্টেশনের ভবঘুরে। কাউকে হাসপাতালে নিয়ে যান। কারও জন্মদিন পালন করেন স্টেশনে। কখনও খাবার কিনে দেন। কখনও জামাকাপড়। কয়েকজন পথশিশুর লেখাপড়ার দায়িত্বও তাঁর। সবটাই করেন নিজের সামান্য সঞ্চয়ে।
advertisement
advertisement
সমাজসেবার ফাঁকে, ফাঁকে মূর্তিও গড়েন পাপিয়া। এবার তৈরি করেছেন এক ফুট চার ইঞ্চির ছোট্ট দুর্গা মূর্তি। সুপারি দিয়ে তৈরি। মূর্তি বিক্রির টাকাতেও সেই সমাজসেবা।
দীর্ঘদিনের লকডাউন। দিন-আনা-দিন-খাওয়া মানুষেরা অথৈ জলে। এই সময়েই আরও বেশি ব্যস্ত পাপিয়া।
করোনা পরিস্থিতিতে কয়েকমাস ধরেই দেখা নেই প্রিয়মানুষগুলোর। সামনে পুজো। তাঁদের নিয়ে ঘুরতে যাওয়া,নতুন জামাকাপড় দেওয়া এবার বোধহয় হবেনা । মন খারাপ পাপিয়ার। এ দুর্গা স্বপ্ন দেখে। এ দুর্গা বাঁচতে শেখায়। এই দুর্গা বাঁচে নিজের শর্তে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2020 5:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাজের ফাঁকে সুপুরি দিয়ে দুর্গা মূর্তি গড়েন মহিলা, মূর্তি বিক্রির টাকায় করেন সমাজসেবা