হোম /খবর /দক্ষিণবঙ্গ /
রেলের পাওয়ার হাউসে থেঁতলে যাওয়া মুখ, কী মারাত্মক দৃশ্য! মগরাহাট জুড়ে আতঙ্ক

West Bengal News: রেলের পাওয়ার হাউসে থেঁতলে যাওয়া মুখ, কী মারাত্মক দৃশ্য! মগরাহাট জুড়ে আতঙ্ক

মগরাহাটে মারাত্মক কাণ্ড

মগরাহাটে মারাত্মক কাণ্ড

West Bengal News: ঘটনার খবর চাউর হলেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশকে।

  • Share this:

#আনিশ উদ্দিন মোল্লা, মগরাহাট: রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মগরাহাট থানার রেলস্টেশন সংলগ্ন এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্থানীয় মানুষজন দেখতে পায় হোটর রেলস্টেশনের পাওয়ার হাউস সীমানার ভেতরে এক মধ্যবয়স্কা মহিলার পচাগলা দেহ পড়ে রয়েছে।

ঘটনার খবর চাউর হলেই এলাকায় ভিড় জমান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় মগরাহাট থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন: গাড়িতে প্রেস লেখা, নাকা চেকিংয়ে থামাল পুলিশ! তারপর যা জানা গেল, ঘুম উড়ে যাবে

তবে মহিলার দেহ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। পাশাপাশি প্রশ্ন উঠছে কীভাবে রেলের পাওয়ার হাউসের সীমানার মধ্যে মহিলার দেহ এল?

আরও পড়ুন: ছোট ছেলেমেয়ের মোবাইলের নেশা? নামখানার ঘটনা জানলে বাবা-মায়েরা আঁতকে উঠবেন

স্থানীয়দের অনুমান, কেউ বা কারা মহিলা খুন করার পর মুখ থেঁতলে রেল স্টেশন সংলগ্ন এলাকায় ফেলে দিয়ে গিয়েছে। অন্যদিকে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ।

Published by:Suman Biswas
First published:

Tags: Crime News, West Bengal news