#বারুইপুর: প্রেস লেখা গাড়িতে করে ডাকাতির ছক। বানচাল করল বারুইপুর থানার পুলিশ। রবিবার রাত থেকে ফুলতলা এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। প্রেস লেখা একটি গাড়ি দেখে তাদের সন্দেহ হয়। গাড়ি আটকে তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের কাছে সংবাদমাধ্যমের কাজ করার পরিচয় পত্র দেখতে চাইলেও দেখাতে পারেন নি তারা।
তাতে আরও সন্দেহ বাড়ে। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান সাটার, এক রাউন্ড কার্তুজ ও ডাকাতির সরঞ্জাম। গ্রেফতার করা হয় আসিফ লস্কর, মহম্মদ হাইবুল ইসলাম গাজী ও প্রবীর মণ্ডল নামে তিন দুষ্কৃতীকে।
আরও পড়ুন: মারাত্মক অভিযোগ শুভেন্দুর! উত্তাল বিধানসভা, তুমুল স্লোগান বিজেপির
আরও পড়ুন: আজ থেকে পাঁচ দিন বাতিল বহু ট্রেন, হাওড়া- বর্ধমান কর্ড লাইনে চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা
তাদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে বারুইপুর থানার পুলিশ।
--অর্পণ মণ্ডল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।