North 24 Parganas News: ভয়ঙ্কর! শেষকৃত্যের ঠিক আগেই নড়ে উঠল মৃতদেহ, তারপরই চিৎকার-কান্না, হুলস্থুল কাণ্ড এলাকায়
- Reported by:JULFIKAR MOLLA
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
North 24 Parganas News: প্রার্থনার সময় হঠাৎ মৃতদেহ নড়ে উঠতেই উপস্থিত জনতার মধ্যে চিৎকার, কান্না আর দৌড়ঝাঁপ শুরু হয়। তড়িঘড়ি করে দেহ ফের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বসিরহাট, জুলফিকার মোল্যা: শেষকৃত্যের ঠিক আগের মুহূর্তে হুলস্থুল কাণ্ড! সাপেকাটা রোগীর দেহ নড়ে উঠতেই চাঞ্চল্য বসিরহাটে। মৃতদেহ শেষকৃত্যের জন্য প্রস্তুত। প্রার্থনা শুরু হয়ে গেছে। পরিবারের সদস্যরা শোকের আবহে দাঁড়িয়ে। ঠিক সেই সময় হঠাৎই নড়ে উঠল মৃতদেহ! মুহূর্তে শোকঘর পরিণত হল হুলস্থুল কাণ্ডের কেন্দ্রে।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার কচুয়া পঞ্চায়েতের রজালিপুর গ্রামে। বছর ৩৭ এর রওশানারা বিবিকে সাপে কেটেছে। এদিন গভীর রাতে ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় হাতের আঙুলে বিষধর সাপ কামড়ায় তাঁকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পথে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। দেহ নিয়ে গ্রামে ফিরিয়ে আনে পরিবার।
advertisement
আরও পড়ুন-আজ সেই ভয়ঙ্কর বিপজ্জনক রাত…! শনি অমাবস্যায় খবরদার করবেন না ‘এই’ ৫ ভুল, সংসার ছারখার, কালো ছায়ায় জীবন ‘নরক’
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন শেষকৃত্য সম্পন্নের প্রস্তুতি শুরু হয়েছিল। আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে প্রার্থনার সময় হঠাৎ মৃতদেহ নড়ে উঠতেই উপস্থিত জনতার মধ্যে চিৎকার, কান্না আর দৌড়ঝাঁপ শুরু হয়। তড়িঘড়ি করে দেহ ফের অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-স্নানের সময় শরীরে জল পড়লেই প্রস্রাব করে ফেলেন? জটিল রোগের লক্ষণ নয় তো? এড়িয়ে চললেই বিপজ্জনক…! জানুন কী বলছেন চিকিৎসক
হাসপাতালে পৌঁছে চিকিৎসকেরা ফের পরীক্ষা করে জানিয়ে দেন, দুঃখজনকভাবে রওশানারার মৃত্যু আগেই হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ ভিড় জমায় রওশানারার বাড়ির সামনে। সবার মুখে একটাই প্রশ্ন—’আসলে কী হয়েছিল?’ তবে শেষ পর্যন্ত রাতেই শেষকৃত্য সম্পন্ন হয় সাপেকাটা রওশানারার দেহ। গ্রামের প্রবীণদের মতে, ‘এমন ঘটনা সচরাচর দেখা যায় না। মৃতদেহের হঠাৎ নড়ে ওঠা সবাইকে আতঙ্কিত করেছিল।’ চাঞ্চল্যের এই ঘটনায় এখনও গ্রামজুড়ে আলোচনার ঝড়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 23, 2025 7:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ভয়ঙ্কর! শেষকৃত্যের ঠিক আগেই নড়ে উঠল মৃতদেহ, তারপরই চিৎকার-কান্না, হুলস্থুল কাণ্ড এলাকায়









