সুন্দরবনে এই প্রথম দেখা মিলল নেকড়ের !

Last Updated:

এতদিন পর্যন্ত জানা ছিল যে সুন্দরবনে কোনও নেকড়ে নেই ৷ কিন্তু সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে নেকড়ে দেখা গিয়েছে সুন্দরবনে ৷

#সুন্দরবন: এতদিন পর্যন্ত জানা ছিল যে সুন্দরবনে কোনও নেকড়ে নেই ৷ কিন্তু সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে নেকড়ে দেখা গিয়েছে সুন্দরবনে ৷ এরপর থেকেই ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ ৷ তবে ছবিটি কতটা সত্যি তা এখনও জানা যায়নি ৷ বন দফতরের তরফে এখনও যাচাই করা হয়নি ছবিটি ৷
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের কাছে বিষয়টি বিস্ময়ের কারণ, সুন্দরবনের জীববৈচিত্রে নেকড়ের উল্লেখ নেই ৷
গত সপ্তাহে সুন্দরবনে ঘুরতে যাওয়া এক পর্যটকের দল ছবিটি তোলে ৷ সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের সজনেখালি এলাকায় পাখির ছবি তুলতে গিয়ে দেখা মেলে নেকড়ের ৷ সময় নষ্ট না করে ছবিটি ক্যামেরাবন্দি করে নেয় তাকা ৷ পরে ফিরে এসে তারা ফেসবুকে পোস্ট করার পর থেকেই জেরে নড়েচড়ে বসেছে বন দফতর ৷
advertisement
advertisement
বন দফতরের কাছে ছবিটি পাঠানো হলে তারা বিষয়টি খতিয়ে দেখছে ৷ প্রথমে শিয়ালের মতো লাগেও ছবিটি যে নেকড়ে তা অনেকেই নিশ্চিত ৷ তবে কেবল একটি ছবির ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ বন দফতর ৷ প্রাণীটির উপস্থিতি এবং গতিবিধি জানার জন্য ‘ক্যামেরা ট্র্যাপ’ বসানো হয়েছে। বেশ কয়েকজন বনকর্মীকে এলাকায় মোতায়ন করা হয়েছে ৷ ওই এলাকার সংলগ্ন গ্রামের মানুষের সঙ্গেও কথা বলা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনে এই প্রথম দেখা মিলল নেকড়ের !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement