সুন্দরবনে এই প্রথম দেখা মিলল নেকড়ের !
Last Updated:
এতদিন পর্যন্ত জানা ছিল যে সুন্দরবনে কোনও নেকড়ে নেই ৷ কিন্তু সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে নেকড়ে দেখা গিয়েছে সুন্দরবনে ৷
#সুন্দরবন: এতদিন পর্যন্ত জানা ছিল যে সুন্দরবনে কোনও নেকড়ে নেই ৷ কিন্তু সম্প্রতি ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে নেকড়ে দেখা গিয়েছে সুন্দরবনে ৷ এরপর থেকেই ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ ৷ তবে ছবিটি কতটা সত্যি তা এখনও জানা যায়নি ৷ বন দফতরের তরফে এখনও যাচাই করা হয়নি ছবিটি ৷
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের কাছে বিষয়টি বিস্ময়ের কারণ, সুন্দরবনের জীববৈচিত্রে নেকড়ের উল্লেখ নেই ৷
গত সপ্তাহে সুন্দরবনে ঘুরতে যাওয়া এক পর্যটকের দল ছবিটি তোলে ৷ সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পের সজনেখালি এলাকায় পাখির ছবি তুলতে গিয়ে দেখা মেলে নেকড়ের ৷ সময় নষ্ট না করে ছবিটি ক্যামেরাবন্দি করে নেয় তাকা ৷ পরে ফিরে এসে তারা ফেসবুকে পোস্ট করার পর থেকেই জেরে নড়েচড়ে বসেছে বন দফতর ৷
advertisement
advertisement
বন দফতরের কাছে ছবিটি পাঠানো হলে তারা বিষয়টি খতিয়ে দেখছে ৷ প্রথমে শিয়ালের মতো লাগেও ছবিটি যে নেকড়ে তা অনেকেই নিশ্চিত ৷ তবে কেবল একটি ছবির ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ বন দফতর ৷ প্রাণীটির উপস্থিতি এবং গতিবিধি জানার জন্য ‘ক্যামেরা ট্র্যাপ’ বসানো হয়েছে। বেশ কয়েকজন বনকর্মীকে এলাকায় মোতায়ন করা হয়েছে ৷ ওই এলাকার সংলগ্ন গ্রামের মানুষের সঙ্গেও কথা বলা হয়েছে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 18, 2017 12:49 PM IST