Singer: কণ্ঠ নয়, এ যেন এক অদ্ভুত জাদু রিপনের, তার সুরেই সুর মিলিয়েছেন সংগীত শিল্পী থেকে বিধায়কও
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Singer: একদিকে হরবোলা তার সঙ্গেই তিনি সংগীতশিল্পী, গীতিকার এবং সুরকারও। সংগীতই যেন তাঁর শ্বাস-প্রশ্বাস। ছোটবেলা থেকে তিনি কখনও এলাকার মানুষকে নিজের গানে মুগ্ধ করেন, আবার কখনও কণ্ঠস্বর দিয়ে শোনান নানারকম পশুপাখির ডাক ও নানা বাদ্যযন্ত্রের আওয়াজ।
বারাসাত, রুদ্র নারায়ন রায়: কণ্ঠ নয়, এ যেন এক অদ্ভুত জাদু। রিপন চ্যাটার্জির কণ্ঠ থেকে কখনও ভেসে আসে পাখির ডাক, কখনও আবার শোনা যায় খেলার মাঠের ভুভুজেলার গর্জন। শুধু তাই নয়, পশুপাখির স্বর থেকে শুরু করে নানান বাদ্যযন্ত্রের সুর-সবই তিনি নিখুঁতভাবে সৃষ্টি করতে পারেন নিজের কণ্ঠের জোরেই। উত্তর ২৪ পরগনার অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডের এই মানুষটিকে দেখলে তাই অবাক হন সকলে।
শুধু তাই নয়, একদিকে হরবোলা তার সঙ্গেই তিনি সংগীতশিল্পী, গীতিকার এবং সুরকারও। সংগীতই যেন তাঁর শ্বাস-প্রশ্বাস। ছোটবেলা থেকে তিনি কখনও এলাকার মানুষকে নিজের গানে মুগ্ধ করেন, আবার কখনও কণ্ঠস্বর দিয়ে শোনান নানারকম পশুপাখির ডাক ও নানা বাদ্যযন্ত্রের আওয়াজ। ধীরে ধীরে এই বিশেষ প্রতিভা তাঁকে আলাদা করে তুলেছে সবার কাছে। আজ তিনি শুধু অশোকনগরের নয়, হয়ে উঠেছেন জেলার গর্ব। এখানেই শেষ নয়, রিপন চ্যাটার্জির সুরে সংগীত পরিবেশন করেছেন বাংলার প্রথম সারির শিল্পী রূপঙ্কর থেকে শুরু করে জোজো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পর্যটক, নিত্যযাত্রীদের জন্য পুজোর ধামাকা উপহার, ষষ্ঠী-দশমী বিশেষ ট্রেন চালাবে রেল, জানুন রুট-ভাড়া, স্টপেজ
অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও তাঁরই সুরে গান গেয়েছেন। চলচ্চিত্র জগতেও বেশ ছাপ ফেলেছেন রিপন। বাংলা চলচ্চিত্রের বহু ছবিতে সংগীত পরিচালনা করে বারবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এমনকি তাঁর সুরে কণ্ঠ মিলিয়েছেন প্রয়াত নাট্যকার মনোজ মিত্র, বিশ্বজিৎ চক্রবর্তীর মত নামী অভিনেতারাও। নানা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হওয়া এই শিল্পীর। আর মা-ছেলের ছোট্ট এক কামরার সংসারেই প্রতিদিন জন্ম নেয় নতুন সুর। সেই সুর কখনও আবেগে ভরিয়ে দেয় হৃদয়, কখনও শক্তি দেয় বাঁচার। আজ অশোকনগরবাসিরাও তাই গর্বের সঙ্গেই বলেন রিপন আমাদের এলাকার ছেলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 7:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Singer: কণ্ঠ নয়, এ যেন এক অদ্ভুত জাদু রিপনের, তার সুরেই সুর মিলিয়েছেন সংগীত শিল্পী থেকে বিধায়কও