Singer: কণ্ঠ নয়, এ যেন এক অদ্ভুত জাদু রিপনের, তার সুরেই সুর মিলিয়েছেন সংগীত শিল্পী থেকে বিধায়কও 

Last Updated:

Singer: একদিকে হরবোলা তার সঙ্গেই তিনি সংগীতশিল্পী, গীতিকার এবং সুরকারও। সংগীতই যেন তাঁর শ্বাস-প্রশ্বাস। ছোটবেলা থেকে তিনি কখনও এলাকার মানুষকে নিজের গানে মুগ্ধ করেন, আবার কখনও কণ্ঠস্বর দিয়ে শোনান নানারকম পশুপাখির ডাক ও নানা বাদ্যযন্ত্রের আওয়াজ।

+
সঙ্গীত

সঙ্গীত শিল্পী রিপন

বারাসাত, রুদ্র নারায়ন রায়: কণ্ঠ নয়, এ যেন এক অদ্ভুত জাদু। রিপন চ্যাটার্জির কণ্ঠ থেকে কখনও ভেসে আসে পাখির ডাক, কখনও আবার শোনা যায় খেলার মাঠের ভুভুজেলার গর্জন। শুধু তাই নয়, পশুপাখির স্বর থেকে শুরু করে নানান বাদ্যযন্ত্রের সুর-সবই তিনি নিখুঁতভাবে সৃষ্টি করতে পারেন নিজের কণ্ঠের জোরেই। উত্তর ২৪ পরগনার অশোকনগর ১৩ নম্বর ওয়ার্ডের এই মানুষটিকে দেখলে তাই অবাক হন সকলে।
শুধু তাই নয়, একদিকে হরবোলা তার সঙ্গেই তিনি সংগীতশিল্পী, গীতিকার এবং সুরকারও। সংগীতই যেন তাঁর শ্বাস-প্রশ্বাস। ছোটবেলা থেকে তিনি কখনও এলাকার মানুষকে নিজের গানে মুগ্ধ করেন, আবার কখনও কণ্ঠস্বর দিয়ে শোনান নানারকম পশুপাখির ডাক ও নানা বাদ্যযন্ত্রের আওয়াজ। ধীরে ধীরে এই বিশেষ প্রতিভা তাঁকে আলাদা করে তুলেছে সবার কাছে। আজ তিনি শুধু অশোকনগরের নয়, হয়ে উঠেছেন জেলার গর্ব। এখানেই শেষ নয়, রিপন চ্যাটার্জির সুরে সংগীত পরিবেশন করেছেন বাংলার প্রথম সারির শিল্পী রূপঙ্কর থেকে শুরু করে জোজো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পর্যটক, নিত্যযাত্রীদের জন্য পুজোর ধামাকা উপহার, ষষ্ঠী-দশমী বিশেষ ট্রেন চালাবে রেল, জানুন রুট-ভাড়া, স্টপেজ
অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও তাঁরই সুরে গান গেয়েছেন। চলচ্চিত্র জগতেও বেশ ছাপ ফেলেছেন রিপন। বাংলা চলচ্চিত্রের বহু ছবিতে সংগীত পরিচালনা করে বারবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। এমনকি তাঁর সুরে কণ্ঠ মিলিয়েছেন প্রয়াত  নাট্যকার মনোজ মিত্র, বিশ্বজিৎ চক্রবর্তীর মত নামী অভিনেতারাও। নানা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হওয়া এই শিল্পীর। আর মা-ছেলের ছোট্ট এক কামরার সংসারেই প্রতিদিন জন্ম নেয় নতুন সুর। সেই সুর কখনও আবেগে ভরিয়ে দেয় হৃদয়, কখনও শক্তি দেয় বাঁচার। আজ অশোকনগরবাসিরাও তাই গর্বের সঙ্গেই বলেন রিপন আমাদের এলাকার ছেলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Singer: কণ্ঠ নয়, এ যেন এক অদ্ভুত জাদু রিপনের, তার সুরেই সুর মিলিয়েছেন সংগীত শিল্পী থেকে বিধায়কও 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement