Indian Railways: পর্যটক, নিত্যযাত্রীদের জন্য পুজোর ধামাকা উপহার, ষষ্ঠী-দশমী বিশেষ ট্রেন চালাবে রেল, জানুন রুট-ভাড়া, স্টপেজ

Last Updated:

Indian Railways: পুজোর ছুটি মানেই অনেকের কাছে ঘুরতে বেরিয়ে পড়ার অবকাশ। আর ঘুরতে যাওয়ার জন্য প্রতিবারই রেলের তরফে থাকে বিশেষ ব্যবস্থা। এবারও পুজোর সময় প্রতিমা দর্শনকারীদের কথা মাথায় রেখে অতিরিক্ত চাহিদা সামাল দিতে এবারেও বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করল দক্ষিণ-পূর্ব রেল।

পুজোয় স্পেশ্যাল ট্রেন।
পুজোয় স্পেশ্যাল ট্রেন।
গিধনী, তন্ময় নন্দী: পুজোর ছুটি মানেই অনেকের কাছে ঘুরতে বেরিয়ে পড়ার অবকাশ। আর ঘুরতে যাওয়ার জন্য প্রতিবারই রেলের তরফে থাকে বিশেষ ব্যবস্থা। এবারও পুজোর সময় প্রতিমা দর্শনকারীদের কথা মাথায় রেখে অতিরিক্ত চাহিদা সামাল দিতে এবারেও বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করল দক্ষিণ-পূর্ব রেল। পুজোর আগে জঙ্গলমহলবাসীর জন্য সুখবর।
পুজোর সময়ে গিধনী স্টেশনে থামবে ট্রেন। ঝাড়খন্ড, ওড়িশা-সহ রাজ্যের নানা প্রান্ত থেকে অনেকেই আছেন পুজো দেখতে ঝাড়গ্রামের গিধনীতে। হাতে আর মাত্র কয়েকটা দিন ৷ তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়বে৷ আর পুজো মানেই সকাল থেকে রাত শহর ও শহরতলিতে লোকজনের ঠাকুর দেখার ভিড়৷ তাই সমানভাবে চাপ বাড়ে রেল পরিষেবায়৷ তাই পুজোর সময়ে অর্থাৎ, ষষ্ঠী থেকে দশমীর পর্যন্ত যাত্রী পরিষেবায় বিশেষ পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেল।
advertisement
আরও পড়ুনঃ আপনি যে চালের ভাত খাচ্ছেন, ভেজাল নয় তো…? ১ মিনিটেই খুব সহজে বাড়িতে পরীক্ষা করুন
স্টেশনে ট্রেনের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় প্রায়ই বিপত্তির কারণ হয়ে ওঠে। এই সমস্যা এড়াতে পুজোর দিনগুলিতে যে সমস্ত গ্যালপিং ট্রেন চলে, সেগুলিও এই স্টেশনে থামবে থামবে বলে জানান হয়েছে। ঝাড়গ্রামের বাসিন্দা দিলীপ মাণ্ডি বলেন, ‘পুজোর সময় বাসে প্রচণ্ড ভিড় হয়, পুজোর কটা দিন ট্রেন চলাচল করলে আমরা গিধনীতে গিয়ে প্রতিমা দর্শন করতে পারব।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ জঙ্গল খুলতেই বাড়ছে পর্যটকের সংখ্যা, সাফারি নিয়ে ক্ষোভে ফুটছে পর্যটন ব‍্যবসায়ীরা, কারণ জানুন আপনিও
১ অক্টোবর গিধনি স্টেশনে থামবে ১২৮১৩ হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, ১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস, ১২৮৭১ হাওড়া-তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, ২২৮৬২ কাটাবানজি-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, ২২৮৯১ হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ও ২২৮৯২ রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। আগামী ২ অক্টোবর ২০২৫ গিধনি স্টেশনে থামবে ১২৮৭২ তিতলাগড়-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, ২২৮৬১ হাওড়া-কাটাবানজি ইস্পাত এক্সপ্রেস। ৪ অক্টোবর গিধনি স্টেশনে থামবে ১৮০৩৩ হাওড়া-ঘাটশিলা মেমু ইস্পাত এক্সপ্রেস, ১৮০৩৪ ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: পর্যটক, নিত্যযাত্রীদের জন্য পুজোর ধামাকা উপহার, ষষ্ঠী-দশমী বিশেষ ট্রেন চালাবে রেল, জানুন রুট-ভাড়া, স্টপেজ
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement