Winter Tourism: প্রধান আকর্ষণ সবুজদ্বীপ, বছর শেষে উপচে পড়া ভিড় মাইথনে!

Last Updated:

নৌকা বিহারের জন্য নৌকা চালক বা পর্যটকদের বারবারই লাইফ জ্যাকেট ব্যবহার করতে বলা হয়।

+
মাইথন

মাইথন জলাধারে নৌকাবিহার।

আসানসোল, পশ্চিম বর্ধমান : হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বদলে যাবে ক্যালেন্ডার। শুরু হবে নতুন বছর। আর বছরের এই শেষ মুহূর্তে এসে শীতের আমেজ গায়ে মেখে পিকনিকের মেজাজে মানুষ।
সেই ছবি ধরা পড়েছে রাজ্য তথা জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট মাইথনে। বড়দিন থেকেই সেখানে পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। গোটা জানুয়ারি মাস জুড়ে পর্যটকদের আনাগোনা লেগে থাকবে বলেই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, দামোদরের ওপর নির্মিত জলধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। কিন্তু পিকনিকের মরশুমে সবথেকে বেশি পর্যটক আসেন এখানে।
advertisement
advertisement
খুব স্বাভাবিকভাবেই এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন স্থানীয় হোটেল ব্যবসায়ী, নৌকা চালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা। আর মাইথনে ঘুরতে এসে পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে নৌকা বিহার।
মাইথনে ঘুরতে এসে পর্যটকদের প্রধান আকর্ষণ জলাধারের মধ্যে অবস্থিত সবুজদ্বীপ এবং আনন্দদ্বীপ। নৌকা বিহার করে এই যাত্রা উপভোগ্য হয়ে ওঠে পর্যটকদের কাছে।
advertisement
যে কারণে মাইথনে এসে পর্যটকরা যেমন পিকনিকে আনন্দে মেতে ওঠেন, তেমনভাবেই নৌকা বিহার করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
তবে জলাধারে নৌকা বিহারের জন্য নৌকা চালক বা পর্যটকদের বারবারই লাইফ জ্যাকেট ব্যবহার করতে বলা হয়। এক্ষেত্রে পর্যটকদের মধ্যে সচেতনতামূলক মনোভাবই দেখা গিয়েছে।
অন্যদিকে বছরের শেষ মুহূর্তে এসে আগামী শনিবার এবং রবিবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটক ব্যবসায়ীদের আশা, বছরের শেষ শনি, রবিবার প্রচুর সংখ্যায় পর্যটক মাইথনে আসবেন।
advertisement
সেই কারণে সমস্তরকম ব্যবস্থা রাখা হচ্ছে। মাইথন পর্যটন কেন্দ্র জুড়ে অবস্থিত হোটেলগুলিতে আগামী কয়েকদিনের জন্য বুকিং প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে।
অন্যদিকে পর্যটকদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা রাখা হয়েছে। চলছে নজরদারি।
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Tourism: প্রধান আকর্ষণ সবুজদ্বীপ, বছর শেষে উপচে পড়া ভিড় মাইথনে!
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement