Jaggery: ঝোলা গুড়, দানা গুড়, পাটালি...শীত পড়তেই পাতে গুড়? কীভাবে তৈরি হয় বাঙালির প্রিয় মিষ্টি, দেখুন ভিডিও
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Jaggery:জাঁকিয়ে শীত পড়তেই খাদ্যরসিক বাঙালির প্রথম পছন্দ খেজুর গুড়। আর শীত একটু পড়তেই মুর্শিদাবাদে খেজুর গুড় তৈরি শুরু হয়ে গিয়েছে।
মুর্শিদাবাদ: জাঁকিয়ে শীত পড়তেই খাদ্যরসিক বাঙালির প্রথম পছন্দ খেজুর গুড়। আর শীত একটু পড়তেই মুর্শিদাবাদে খেজুর গুড় তৈরি শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ জেলার কান্দি পেট্রোল পাম্পের কাছে তৈরি করা হচ্ছে এই গুড়।
মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতেই ইতিমধ্যেই রাস্তার আশেপাশে খেজুর গুড় বিক্রেতারা স্টল খুলে বসেছেন। দৈনিক গড়ে ২০ থেকে ২৫কেজি করে গুড় তৈরি করে বিক্রি করা হচ্ছে। যার দাম ১৮০ থেকে ২২০ টাকা প্রতি কিলো।
advertisement
advertisement
জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় যেখানে খেজুর গাছের বাগান রয়েছে, সেই বাগানের লিজ নিয়েছেন তাঁরা। বাগান পরিষ্কার করা, গাছ প্রস্তুত করার কাজ শুরু হয়েছে আশ্বিন মাস থেকেই। যে জায়গাগুলিতে বিক্রেতা স্টল তৈরি করেছেন, তার পাশেই করেছেন থাকার ব্যবস্থাও।
সেখানেই কয়েক মাস তাঁরা থাকবেন। প্রত্যেকদিন সকালবেলা গিয়ে খেজুর রস সংগ্রহ করার পর সেখান থেকে তৈরি হবে গুড়। যা বেশ কয়েক ঘন্টার প্রক্রিয়া। অনেকেই সকালবেলায় দোকানগুলিতে আসছেন টাটকা তৈরি হওয়া সেই খেজুর কিনতে।
advertisement
আরও পড়ুন: জল খেয়েই কমবে ডায়াবেটিস! শুধু খেতে হবে এইভাবে…ম্যাজিকের মতো কমবে ব্লাড সুগার, এখনই জানুন
মুলত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা হয়। আর এই রস জ্বালিয়ে ঝোলা গুড়, দানা গুড় ও পাটালি তৈরি করা হয়। খেজুরের গুড় থেকে এক সময় বাদামি চিনিও তৈরি করা হত। যার মৌতানো স্বাদ ও ঘ্রাণ সর্ম্পূণ ভিন্ন। খেজুর গাছের বৈশিষ্ট্য হচ্ছে-যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে। শীতের সকালে খেজুর রস পান শরীর ও মনে প্রশান্তি এনে দেয়।
advertisement
খেজুর রস আহরণ আর তার থেকে বিভিন্ন উপাদান-সহ খাদ্য তৈরি আবহমান বাংলার সংস্কৃতির অনুষঙ্গ। খেজুরের নলেন গুড় ছাড়া শীত মৌসুমের পিঠে খাওয়া জমেই না।
কৌশিক অধিকারী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 5:31 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaggery: ঝোলা গুড়, দানা গুড়, পাটালি...শীত পড়তেই পাতে গুড়? কীভাবে তৈরি হয় বাঙালির প্রিয় মিষ্টি, দেখুন ভিডিও