Mahua Maitra: এথিক্স কমিটির ‘অনাস্থা’ সত্ত্বেও দলের আস্থা, কৃষ্ণনগরে প্রার্থী কি মহুয়াই?
- Published by:Rachana Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগ তোলা হয়েছিল তা এখনও প্রমাণ হয়নি। সেখানে এমন একজন দুঁদে সাংসদকে সংসদ থেকে সরিয়ে দেওয়া কিছুতেই মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়।
কৃষ্ণনগর: গত মাসেই নদিয়া জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে মহুয়া মৈত্রর প্রসঙ্গ। লোকসভা থেকে যখন মহুয়া মৈত্রকে সাসপেন্ড করা হয় তখনও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন তৃণমূলনেত্রী। মহুয়াকে নিয়ে দলের অবস্থানের যে কোনও পরিবর্তন এখনও হয়নি সেটা সেদিন বুঝিয়ে দেন তৃণমূল সুপ্রিমো। রাণাঘাটের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার স্পষ্ট বলে দেন, ‘তোমরা মহুয়াকে তাড়িয়ে দিতে পারো। কিন্তু মানুষের ভোটে মহুয়া আবার জিতবে।’ সুতরাং কৃষ্ণনগরের প্রার্থীর নাম কার্যত ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।
এথিক্স কমিটির ‘অনাস্থা’ সত্ত্বেও মহুয়া মৈত্রর উপরই ভরসা রাখল তৃণমূল । নদিয়ার কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি পদে রাখা হয়েছে সেই মহুয়া মৈত্রকেই। ক্যাশ ফর কোয়েশ্চন থেকে সাংসদ ওয়েবসাইটের লগ ইন আইডি ব্যবসায়ীকে দিয়ে রাখার মতো একাধিক অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিজেপির তরফে সাংসদকে ‘দেশদ্রোহী’ আখ্যাও দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে রাজনৈতিক মহল মনে করেছিল, সাংসদের পাশে নেই দল। নিজের লড়াই একাই লড়তে হবে মহুয়াকে। যদিও এধরনের অভিযোগে কান দিতে রাজি ছিলেন না সাংসদ। দেখা গেল, মহুয়ার পাশে দাঁড়াল দল। তাঁকেই সাংগঠনিক জেলা সভাপতি পদে আনা হল। এছাড়া মহুয়াই যে প্রার্থী পাচ্ছেন তা বুঝিয়ে দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্ব তরফ থেকে।
advertisement
advertisement
মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগ তোলা হয়েছিল তা এখনও প্রমাণ হয়নি। সেখানে এমন একজন দুঁদে সাংসদকে সংসদ থেকে সরিয়ে দেওয়া কিছুতেই মেনে নিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী বলেন, ‘মহুয়াকে ওরা তাড়িয়েছে! কেন? কারণ, মহুয়া মানুষের কথা বলেছিল। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবেই। আমি বিশ্বাস করি, মানুষ আবার ওঁকে ভোট দিয়ে জিতিয়ে আনবে।’ লোকসভায় ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ তুলে মহুয়া মৈত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় এথিক্স কমিটি। গত ডিসেম্বর মাসে তাঁকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও, তাঁর বহিষ্কারের পরেও দল যে তাঁর পাশে আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 02, 2024 10:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahua Maitra: এথিক্স কমিটির ‘অনাস্থা’ সত্ত্বেও দলের আস্থা, কৃষ্ণনগরে প্রার্থী কি মহুয়াই?