Crime News: সিলিংয়ে ঝুলছে স্বামী, ঝুলন্ত দেহ উদ্ধার হতেই গ্রেফতার স্ত্রী ও কারিগর, অস্বাভাবিক মৃত্যু নাকি খুন? বাড়ছে ধোঁয়াশা
- Reported by:Syed Mijanur Mahaman
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Crime News: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কৈজুড়ি গ্রামে ঘটেছে এক রহস্যজনক মৃত্যু। গত বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, নিজের বাড়ির দুয়ারের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তম জানা নামের এক ব্যক্তির দেহ।
দাসপুর, মিজানুর রহমান: স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার, স্ত্রী ও এক কারিগর গ্রেফতার – দাসপুরে চাঞ্চল্য । পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত কৈজুড়ি গ্রামে ঘটেছে এক রহস্যজনক মৃত্যু। গত বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, নিজের বাড়ির দুয়ারের সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় উত্তম জানা নামের এক ব্যক্তির দেহ। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা ও স্থানীয় গ্রামবাসীরা। মৃত ব্যক্তির বোন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, উত্তমবাবুর মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে পরিবারের ভেতরেই ষড়যন্ত্র কাজ করছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ নড়েচড়ে বসে। অভিযোগের ভিত্তিতে দাসপুর থানার পুলিশ গ্রেফতার করে উত্তমবাবুর স্ত্রী রেখা জানা ও তার কারিগর অর্পণ সামন্তকে।
শনিবার এই দুই অভিযুক্তকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়। গ্রেফতারের পর থেকেই এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নানা গুঞ্জন ছড়াতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রেখা জানার সঙ্গে অর্পণ সামন্তের বিবাহ বহির্ভুত সম্পর্ক ছিল। এই সম্পর্কই পারিবারিক অশান্তি তৈরি করেছিল, এবং সেই কারণেই উত্তমবাবুর মৃত্যু হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন—সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।
advertisement
আরও পড়ুন-বুকের পাশে বা গোপনাঙ্গে ‘তিল’রয়েছে? কীসের লক্ষণ জানেন! মানুষ হিসেবে এঁরা কেমন? তিল দেখেই জানুন চরিত্র, মিলিয়ে নিন আপনারটাও
উত্তম জানা মূলত তামার কাজ করতেন। অর্পণ সামন্ত কৈজুড়ি গ্রামেরই বাসিন্দা এবং প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে উত্তমবাবুর কারিগর হিসেবে কাজ করছিলেন। এতদিনের এই ঘনিষ্ঠ সম্পর্কই এখন তদন্তের মূল কেন্দ্রে এসে দাঁড়িয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-দিঘায় ধুন্ধুমার কাণ্ড! দিন-রাত গোপনে যা চলছিল…! RPF অভিযান চালাতেই তুলকালাম, জানলে আঁতকে উঠবেন
দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, মৃত ব্যক্তির বোনের অভিযোগের ভিত্তিতেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি আত্মহত্যা নাকি খুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2025 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: সিলিংয়ে ঝুলছে স্বামী, ঝুলন্ত দেহ উদ্ধার হতেই গ্রেফতার স্ত্রী ও কারিগর, অস্বাভাবিক মৃত্যু নাকি খুন? বাড়ছে ধোঁয়াশা








