West Medinipur News: পিংলার পট শিল্পীরা কেন পরিচিত চিত্রকর হিসেবে? কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনিও
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News: পিংলার নয়া গ্রাম এর পটশিল্পীরা পরিচিত চিত্রকর হিসেবে। কিন্তু জানেন কি তাদের পদবী চিত্রকর কেন?
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার প্রত্যন্ত এক গ্রাম নয়া। এই গ্রামে বসবাস ১৩৬টি পরিবারের। ছোট এবং বড় মিলিয়ে এই গ্রামে বসবাস প্রায় চার শতাধিক শিল্পীদের। যারা সকাল থেকে সন্ধ্যা বিভিন্ন ভেষজ রঙ দিয়ে পটচিত্র এঁকে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। পটচিত্রের ছবিতে সাজিয়ে তুলেছে গোটা গ্রাম। স্বাভাবিকভাবে ছবির গ্রাম হিসেবেই সকলে জানেন পিংলার নয়া’কে। ধীরে ধীরে এই গ্রাম হয়ে উঠেছে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু। জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য এবং দেশ-বিদেশের বহু পর্যটক নিয়মিত আসেন এখানে। প্রতিদিন একাধিক পড়ুয়া, গবেষকেরা আসেন পিংলার নয়া’র পটচিত্র সম্পর্কে জানতে। তবে এই পটচিত্রের ইতিহাস বহু প্রাচীন।
জানা যায়, বহু কাল ধরে পৃথিবীর সারা দেশে বসবাস পটচিত্রশিল্পীদের। অবিভক্ত মেদিনীপুরেও বহুকাল আগে থেকেই পটচিত্রশিল্পীরা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করছেন পটচিত্র অঙ্কনের মধ্য দিয়ে। জানা যায়, পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের নাড়াজোল-এর পাশাপাশি পিংলার নয়া গ্রামে বসবাস একাধিক পট শিল্পীদের। প্রসঙ্গত, টেলিভিশন আবিষ্কার-এর আগে সংবাদ মাধ্যমের ভূমিকা পালন করত পট শিল্পীরা। কখনও ডেঙ্গু, কখনও কোনও মহামারী অথবা নানান সামাজিক বিষয় পটে ছবি এঁকে সাধারণ মানুষের কাছে তুলে ধরতেন তারা।
advertisement
advertisement
বিভিন্ন মহামারী সম্পর্কে পটে ছবি এঁকে, গান বেঁধে প্রচার করতেন শিল্পীরা। পাশাপাশি সামান্য আয় রোজগারে চলত তাদের সংসার। তবে দিন বদলেছে, বদলেছে সভ্যতা। পটচিত্র গ্রামে বসছে মেলা, সাপ্তাহিক হাট। বিভিন্ন পড়ার বই এর বিষয়ে অন্তর্ভুক্ত হয়েছে পটচিত্র। প্রসঙ্গত, পিংলার নয়া গ্রাম-এর পটশিল্পীরা পরিচিত চিত্রকর হিসেবে। তবে তারা জাতিতে মুসলিম সম্প্রদায়ের। তবে তাদের পদবী চিত্রকর কেন? পট শিল্পী বাহাদুর চিত্রকর জানিয়েছেন, তারা জাতির উর্ধ্বে উঠে মানুষ হিসেবে তাদের এই সৃজনশীল শিল্পকলা সকলের সামনে তুলে ধরছেন। তারা যেমন একদিকে মনসামঙ্গল, চন্ডীমঙ্গল কিংবা বিভিন্ন ধরনের সামাজিক ও সচেতনতামূলক পটের ছবি এঁকে গান রচনা করছেন, তেমনই দুর্গাপুজো বা হিন্দুদের নানান আচার অনুষ্ঠানের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে তারা অংশ নিচ্ছেন।
advertisement
আরও পড়ুন-ভোররাতে ভয়ঙ্কর হামলা! ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপ সইফকে, কোথায় ছিলেন স্ত্রী করিনা? জানলে আঁতকে উঠবেন
স্বাভাবিকভাবে তারা শিল্পী হিসেবেই নিজেদেরকে প্রচার করেছেন, সকলের সামনে নিজেদেরকে গণ্য করেছেন একজন সৃজনশীল কারিগর হিসেবে। তাই তারা জাতির উর্ধ্বে উঠে চিত্রকর হিসেবে নিজেদের পরিচয় দেন। তবে সৃজনশীল, পেশাগত শিল্পী হিসেবে নিজেদের পরিচয় দেন পটশিল্পীরা। দেশ ছাড়িয়ে বিদেশেও সমাদৃত পিংলার নয়াগ্রামের পটুয়ারা।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 16, 2025 11:45 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: পিংলার পট শিল্পীরা কেন পরিচিত চিত্রকর হিসেবে? কারণ জানলে অবাক হয়ে যাবেন আপনিও