Teacher: ‘আমাদের কে পড়াবে?’ শিক্ষিকাদের বদলির খবরে স্কুলের শিশুদের প্রশ্ন
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
School Teachers: শিক্ষিকাদের বদলি হয়ে গেলে মাত্র একজন শিক্ষক থাকবেন। সেই সঙ্গে প্রধান শিক্ষক এই দুইজন কী করে ক্লাস নেবেন, পঠন পাঠন শিকেয় উঠবে বলে মনে করছেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।
উত্তর ২৪ পরগণা: ‘আমাদের কে পড়াবে?’-শিক্ষিকাদের বদলিতে প্রশ্ন শিশুদের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাত কাঠি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।
এই স্কুলের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস রয়েছে স্কুলের ছাত্র ছাত্রী সংখ্যা ২৯০ জন। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাকি চারজন শিক্ষক শিক্ষিকা তার মধ্যে একজন পার্শ্ব শিক্ষক রয়েছে, তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ঠিকমতো ক্লাস করতে পারেন না। স্কুলে দুই শিক্ষিকা অনিন্দিতা মজুমদার ও খালেদা খাতুনের বদলির কাগজ আসতেই রাস্তায় নেমে পড়েন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা।
advertisement
এই শিক্ষিকাদের বদলি হয়ে গেলে মাত্র একজন শিক্ষক থাকবেন। সেই সঙ্গে প্রধান শিক্ষক এই দুইজন কী করে ক্লাস নেবেন, পঠন পাঠন শিকেয় উঠবে। তাই স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা স্কুল গেটে তালা মেরে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন। এই বদলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে আমাদের এই আন্দোলন চলবে।
advertisement
advertisement
আরও পড়ুন- মেঘে ঢাকছে আকাশ! চরম গরমে কিছুক্ষণেই ধেয়ে আসবে তুমুল বৃষ্টি? হলুদ সতর্কতা জারি
শিক্ষকের অভাবে স্কুলের পঠন পাঠন থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করছেন ছাত্র-ছাত্রীরা থেকে অভিভাবকরা। নবাত কাটি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঞ্চানন সরকার বলেন, উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে দুজন শিক্ষিকার বদলির জন্য নির্দেশিকা পাঠিয়েছেন। আমরা তো আইনের উর্ধ্বে নই, শিক্ষা দপ্তর যা বলবে তা মেনে নিয়ে আমাদের চলতে হবে। তবে ছাত্র-ছাত্রীদের দাবি সেটাও ভাবা দরকার কিন্তু আমাদের কিছু করার নেই।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 11, 2025 11:39 PM IST









