কন্যাসন্তান বলেই কি? পরিত্যাগ করে গেল তাকে কোনও পরিবার! বারুইপুর হাসপাতাল চত্বরে করুণ দৃশ্য
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
বারুইপুর হাসপাতাল চত্বরে বাগানে পড়েছিল সে! সদ্যোজাত শিশুকন্যাকে ফেলে গেল কে?
অর্পন মন্ডল, বারুইপুর: কন্যাসন্তান বলেই কি? ফের সদ্যোজাতকে ফেলে রেখে গেলেন কোনও মা। হয়তো পরিবারের চাপে, হয়তো অন্য কোনও আতঙ্কে! এখনও জানা যায়নি শিশুর পরিচয়। হাসপাতাল চত্বর থেকেই উদ্ধার হল এক সদ্যোজাত কন্যাশিশু। সোমবার সকালে বারুইপুর মহকুমা হাসপাতালের সামনে বাগান এলাকায় কর্মীরা শিশুটিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গিয়ে সদ্যোজাত বিভাগে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান—শিশুটি আপাতত সুস্থ আছে এবং হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হবে।
advertisement
বারুইপুর মহকুমা হাসপাতালের সুপার ধীরাজ রায় জানিয়েছেন, ঘটনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাঁদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতাল চত্বরে এইভাবে সদ্যোজাতকে ফেলে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠছে। কন্যাশিশু বলেই কি তাকে এভাবে ত্যাগ করা হল—এ নিয়েও জোরাল আলোচনা শুরু হয়েছে এলাকাজুড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Baruipur,South Twenty Four Parganas,West Bengal
First Published :
December 08, 2025 4:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কন্যাসন্তান বলেই কি? পরিত্যাগ করে গেল তাকে কোনও পরিবার! বারুইপুর হাসপাতাল চত্বরে করুণ দৃশ্য

