Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি তছনছ, ভয়ে কাঁপছে হুগলির BSF জওয়ানের স্ত্রী-পরিবার, স্বামী আদৌ বেঁচে ফিরবে তো?
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Operation Sindoor: একদিকে যখন 'অপারেশন সিঁদুর' নিয়ে গোটা দেশ উচ্ছ্বসিত। ঠিক বিপরীত চিত্র ধরা পড়ছে হুগলির রিষড়ায়। অনিশ্চয়তার কালো মেঘের ঘনঘটা রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবারে।
হুগলি: একদিকে যখন ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা দেশ উচ্ছ্বসিত। ঠিক বিপরীত চিত্র ধরা পড়ছে হুগলির রিষড়ায়। অনিশ্চয়তার কালো মেঘের ঘনঘটা রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবারে। প্রতিনিয়ত বাড়ছে উদ্বেগ আর উৎকন্ঠা। স্বামীকে সঠিকভাবে ফেরত পাবেন কিনা সেই নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে তার স্ত্রীয়ের। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।
বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি ১৫ দিন ধরে।পাল্টা এক পাক রেঞ্জার্সকে গ্রেফতার করে বিএসএফ। পূর্নমের মুক্তির ব্যাপারে আশার আলো দেখছিল পরিবার। কিন্তু ভারতীয় সেনার পাকিস্তানের জঙ্গি শিবির গুলোয় অপারেশন চালানোয় অনিশ্চয়তার অন্ধকারে ডুবে গিয়েছে বিএসএফ জওয়ানের পরিবারের। পূর্নমের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা। স্বামীর চিন্তায় দু-চোখে জল নিয়ে বলছেন, এখন আর আশা দেখছি না। যুদ্ধ বেধে গিয়েছে, এখন পাকিস্তান আর হয়তো ছাড়বে না।ত
advertisement
আরও পড়ুনঃ মধ্যরাতে কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় মিসাইল, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মুখ খুললেন মমতা
রজনী নিজে গিয়ে বিএসএফ হেড কোয়ার্টারে সিও-র সঙ্গে কথা বলে এসেছেন। তারপর আট দিন কেটেছে। এবার চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার অসহায় অবস্থার কথা জানাতে। এদিন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা এসেছিলেন রিষড়ায় জওয়ানের বাড়িতে। তার মাধ্যমেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বার্তা দিয়েছেন।
advertisement
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 1:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Operation Sindoor: 'অপারেশন সিঁদুর'-এ পাকিস্তানের ৯ জঙ্গিঘাঁটি তছনছ, ভয়ে কাঁপছে হুগলির BSF জওয়ানের স্ত্রী-পরিবার, স্বামী আদৌ বেঁচে ফিরবে তো?