Flesh Trade: এলাকার নামী হোটেল, সেখানে এমন কাণ্ড! এলাকায় জানাজানি হতেই হইচই পড়ে গেল

Last Updated:

Flesh Trade- দুর্গাপুজোর মুখে নবাবের শহরে ফের শিরোনামে লালবাগ শহর। পর্যটকদের ভরা মরশুমে এক নামী হোটেলে মধূচক্রের আসরে হানা দিয়ে উদ্ধার হল নাবালিকা মহিলা-সহ ম্যানেজার।

পুলিশের জালে মহিলা সহ পুরুষ 
পুলিশের জালে মহিলা সহ পুরুষ 
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: দুর্গাপুজোর মুখে নবাবের শহরে ফের শিরোনামে লালবাগ শহর। পর্যটকদের ভরা মরশুমে এক নামী হোটেলে মধূচক্রের আসরে হানা দিয়ে উদ্ধার হল নাবালিকা মহিলা-সহ ম্যানেজার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ শহরের সিরাজ উদ দৌল্লাহ্ রোডে একটি হোটেলে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। সকলেই নাবালিকা এবং মহিলা। এছাড়াও গ্রেফতার করা হয়েছে হোটেলের ম্যানেজারকে।
পুলিশ সুত্রে এও জানা গিয়েছে, একটি হোটেলে মধুচক্র চলছিল। তার পর সেই হোটেলে অভিযান চালায় মুর্শিদাবাদ এসওজি ও লালবাগ থানার পুলিশ যৌথভাবে। সেখান থেকে হোটেল নাবালিকা ও মহিলা, দুই উপভোক্তা, হোটেলের পরিচালক-সহ হোটেল ম্যানেজারকে মধুচক্রের অভিযোগে আটক করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশের জেরায় মহিলারা প্রতারণা করে এখানে নিয়ে আসে। এর পর হোটেল মালিক জোরপূর্বক হোটেলে আটকে রেখে তাদের দিয়ে মধুচক্রের কাজ করাচ্ছে। তার পর হোটেল ম্যানেজার-সহ নাবালিকা, মহিলা-সহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- ১৫ ওভারের পর আর ভারত-পাকিস্তান ম্যাচ দেখেননি সৌরভ! জানালেন বড়সড় কারণ
বেশ কিছু দিন ধরেই মুর্শিদাবাদ শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে পুলিশ। উদ্ধার হচ্ছে মধুচক্রের আসর থেকে মহিলা পুরুষ উভয়েই। যদিও শহরবাসীর দাবি, পর্যটকদের শহর বলে পরিচিতি থাকলেও এখানে অসামাজিক কাজকর্ম চলত। তবে পুলিশি সক্রিয় হওয়ার ফলে শহরের অসামাজিক কাজকর্ম কমবে বলেই দাবি শহরবাসীর। দুর্গাপুজোর সময় পর্যটকরা এলে এই অসামাজিক কাজকর্ম সম্মুখীন হতে হবে না বলেই দাবি করেছেন শহরবাসী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flesh Trade: এলাকার নামী হোটেল, সেখানে এমন কাণ্ড! এলাকায় জানাজানি হতেই হইচই পড়ে গেল
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement