Rachana Bandopadhay: গরমকাল রোগা হওয়ার উপযুক্ত সময়!জেলাশাসকের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্য ঠিক রাখতে কী টিপস দিলেন সাংসদ রচনা?

Last Updated:

কথায় বলে স্বাস্থ্যই সম্পদ আর সেই কথা যে একদম অক্ষরে অক্ষরে মেনে চলেন তা স্বীকার করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। গরমকালের জন্য তাঁর টিপস হল, রোগা হওয়ার জন্য সবথেকে উপযুক্ত হল গরম কাল,সরবত ফল দই খেয়ে ডায়েটে থাকার পরামর্শ দেন তিনি।

গরমের জন্য কী টিপস দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। (প্রতীকী ছবি)
গরমের জন্য কী টিপস দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। (প্রতীকী ছবি)
সোমনাথ ঘোষ/ চুঁচুড়া: কথায় বলে স্বাস্থ্যই সম্পদ আর সেই কথা যে একদম অক্ষরে অক্ষরে মেনে চলেন তা স্বীকার করলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। গরমকালের জন্য তাঁর টিপস হল, রোগা হওয়ার জন্য সবথেকে উপযুক্ত হল গরম কাল,সরবত ফল দই খেয়ে ডায়েটে থাকার পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য নিয়ে কাজ তার প্রাথমিক কাজের মধ্যে পড়ে বলতে গিয়ে তিনি বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর আইকন এবং গাইড। সোমবার, হুগলি জেলা শাসকের সঙ্গে স্বাস্থ্য বিষয়ক এক বৈঠক করেন তৃণমূল সাংসদ। বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেন,স্বাস্থ্য আমার প্রাথমিক কাজ।আমার সংসদ এলাকার হাসপাতাল গুলোর পরিকাঠামো উন্নয়ন করব।তবে চিকিৎসকের অভাব আছে।সেটা কি ভাবে দূর করা যায় তা দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: মুর্শিদাবাদে বাঘ বেরিয়েছে? আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় মানুষদের! জানা গেল…
অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ গরীব মানুষের জন্য স্বাস্থ্য প্রকল্প নিয়েছেন সেটা দেখেই তার এলাকায় স্বাস্থ্য নিয়ে বাড়তি উদ্যোগ কিনা সে প্রশ্নে রচনা বলেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একজন আইকন ও আমাদের পথ দেখাচ্ছে দিশা দেখাচ্ছে।সেই পথ হয়ত আমরা অতিক্রম করতে পারব না।কিন্তু তার সিকি ভাগও যদি করতে পারি সেটাও অনেক।নিশ্চিত ভাবে তিনি একজন গাইড।
advertisement
advertisement
আরও পড়ুন: এ যে-সে পরোটা নয়, এক-একটার ওজন ১ কেজি, কী নাম বলুন তো? পড়ুন
জেলায় স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকের অভাব আছে জানিয়ে সাংসদ বলেন,হাসপাতাল বাড়াবো বেড বারাবো হাসপাতালে যন্ত্রপাতি দেওয়া হবে, পরিকাঠামো উন্নয়ন হবে।কিন্তু ডাক্তার না থাকলে সবটাই ফিকে পড়ে যাবে।ডাক্তারই আসল সেই মানুষদেরই দরকার।
advertisement
গতবার যখন প্রচার করেছি তখন খুব গরম ছিল।এখনো সেই গরম পড়ে নি।তবে ২৬ এর নির্বাচনের সময় গরম বারবে তখন অবশ্য লরি করে জিপে করে ঘুরতে হবে না।মানুষের কাছে কাছে যাওয়া সেটা পরের বছর হতে চলেছে।আবার বিধানসভা ভোট আসছে দেখবেন পরের বছর কি গরম টা পড়ে।
গরমকাল হলো সবচেয়ে ভালো সময় রোগা হওয়ার জন্য।ডায়েট করার জন্য রোগা হওয়ার জন্য শরবত ফল দই খান।মনে আনন্দ রাখুন শরীর মন সব ঠিক থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rachana Bandopadhay: গরমকাল রোগা হওয়ার উপযুক্ত সময়!জেলাশাসকের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে স্বাস্থ্য ঠিক রাখতে কী টিপস দিলেন সাংসদ রচনা?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement