Tiger: মুর্শিদাবাদে বাঘ বেরিয়েছে? আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় মানুষদের! জানা গেল...
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, এলাকাবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি ছিল নিছকই একটি ভুল বোঝাবুঝি। তবে এলাকার মানুষ এখন অনেকটাই শান্ত।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুল বেড়িয়ার পূর্বপাড়া এলাকায় এক রহস্যময় প্রাণীর দেখা মেলে। স্থানীয় একটি গোডাউনের সামনে দিয়ে প্রাণীটি রাস্তা পার হয়ে জঙ্গলের দিকে চলে যায়। এটি দেখতে পান স্থানীয় এক ব্যক্তি, যিনি দ্রুত গোডাউনের মালিক রাজেশ মণ্ডলকে বিষয়টি জানান। আর তার পরেই গোডাউনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, সত্যিই একটি প্রাণী বাঘের মতো দেখতে। রাজেশ মণ্ডল এই ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। অনেকেই ভেবেছিলেন, এটি সত্যিকারের বাঘ। তবে, স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করতে এগিয়ে আসেন বেলডাঙ্গা ব্লক ২-এর বিডিও তুহিন কান্তি ঘোষ এবং সদর এসডিও শুভঙ্কর রায়। জানানো হয়, “এই প্রাণীটি কোনো বাঘ নয়। এটি আসলে একটি ‘ফিশিং ক্যাট’ বা বাংলায় যাকে বলে বাঘরোল। এটি অনেকটা বাঘের মতো দেখতে হলেও একেবারেই ক্ষতিকারক নয়। সাধারণত এই প্রাণী মাছ খায় এবং মানুষের কোনো ক্ষতি করে না। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।” সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় বলেন, “আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করছি, এটা নিয়ে কেউ গুজব ছড়াবেন না। বাঘরোল প্রকৃতপক্ষে নিরীহ প্রাণী।”
advertisement
advertisement
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, এলাকাবাসীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এটি ছিল নিছকই একটি ভুল বোঝাবুঝি। তবে এলাকার মানুষ এখন অনেকটাই শান্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 24, 2025 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger: মুর্শিদাবাদে বাঘ বেরিয়েছে? আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় মানুষদের! জানা গেল...