West Medinipur: ধীর গতিতে জল নামছে প্লাবিত এলাকায়, ছন্দে ফিরছে ঘাটাল!

Last Updated:

 চলতি মরসুমে পর পর তিনটি বন্যাতে জলবন্দী হয়ে পড়েছিল ঘাটালের মানুষজন, বন্যা জল প্রবেশ করেছিল বসতবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্কুল ও আইসিডিএস কেন্দ্রে। 

+
ধীর

ধীর গতিতে কমছে বন্যার জল

মিজানুর রহমান , পশ্চিম মেদিনীপুর:  প্লাবিত ঘাটাল থেকে ধীর গতিতে কমছে বন্যার জল, প্লাবিত জলে ডুবে ছিল একাধিক স্কুল থেকে শুরু করে আইসিডিএস কেন্দ্র।  বন্যার জল কমতে শুরু করায় আস্তে আস্তে ছন্দে ফিরতে শুরু করেছে ঘাটাল। চলতি মরসুমে পর পর তিনটি বন্যাতে জলবন্দি হয়ে পড়েছিল ঘাটালবাসী। বন্যার জল প্রবেশ করেছিল বসতবাড়ি থেকে শুরু করে বিভিন্ন স্কুল ও আইসিডিএস কেন্দ্রে। সমস্যায় পড়েছিল বাড়ির সদস্যরা। জলবন্দি হয়ে পড়েন লক্ষাধিক মানুষজন।
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং থেকে শুরু করে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছিল বাড়িতে বাড়িতে।  একই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র রান্না করা খাবার নয় মেডিক্যাল টিমও ওষুধ নিয়ে পৌঁছে যাচ্ছিল বাড়িতে । কোথাও হাঁটু সমান জল ও আবার কোথাও কোমর সমান জল কোথাও আবার ডিঙি ও নৌকো করে পৌঁছে যাচ্ছিল স্বাস্থ্যকর্মীরা। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও তৎপর হয়েছিল এই বন্যা কবলিত এলাকা ঘাটালে।প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছিল বিভিন্ন এলাকায়।
advertisement
advertisement
১৭ দিন ধরে প্লাবিত হয়ে আছে ঘাটাল, ঘাটাল পুর এলাকার পাশাপাশি ঘাটাল ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এখনও পর্যন্ত জলমগ্ন। ঘাটাল পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এখনও পর্যন্ত ডিঙি ও নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। বৃষ্টি না হলে জল যন্ত্রণা থেকে খুব দ্রুত মুক্ত পাবে ঘাটালবাসী ,জানা গিয়েছে প্রশাসন সূত্রে।
advertisement
যদিও কবে এই জল দুর্ভোগ থেকে মুক্ত পাবে ঘাটালবাসী উত্তর নেই কারও কাছে। প্রশাসন সর্বতভাবে পানীয় জল থেকে শুরু করে একাধিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ।
এই মুহূর্তে ধীর গতিতে ঘাটাল থেকে কমতে শুরু করেছে বন্যার জল , ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের আড়গোড়া চাতাল এলাকায় এখনো পর্যন্ত চলছে সরকারী খেয়া,এখনো পর্যন্ত যাতায়াতের ভরসা সরকারি খেয়া, এবং ব্যক্তিগত ডিঙি ও নৌকো। সব মিলিয়ে বন্যার জল দুর্ভোগে এখনও ঘাটালবাসী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: ধীর গতিতে জল নামছে প্লাবিত এলাকায়, ছন্দে ফিরছে ঘাটাল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement