Weather Update: বেলা গড়াতেই ঝমঝমিয়ে শুরু! দিনভর কেমন থাকবে জেলার আবহাওয়া? পূর্বাভাস কী বলছে দেখুন
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Medinipur Weather Update: বৃষ্টিপাতের ফলে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন মেদিনীপুর শহরের পুজো উদ্যোক্তারা
পশ্চিম মেদিনীপুর, শোভন দাসঃ পুজোর আবহে বেনজির দুর্যোগ। টানা বৃষ্টির জেরে শহর কলকাতার বহু এলাকা জলমগ্ন। রাত থেকে সেভাবে বৃষ্টিপাত না হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে জোর বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
বৃষ্টিপাতের ফলে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় দিনভর বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ বৃষ্টির জেরে ব্যাহত ট্রেন চলাচল! অফিস পৌঁছতে ভরসা ম্যাটাডোর ভ্যান, বিটি রোডে বেনজির ছবি
পূর্বাভাস মতো এদিন সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল। বেলা দশটার পর থেকে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। এদিকে বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন মেদিনীপুর শহরের পুজো উদ্যোক্তারা। শহরের অধিকাংশ পুজো মণ্ডপের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তার আগেই এই বৃষ্টিপাতের ফলে চিন্তায় মাথায় হাত পুজো উদ্যোক্তাদের।
advertisement
advertisement
দুর্গাপুজোর আবহে দুর্যোগের চোখরাঙানি। লাগাতার বৃষ্টির জেরে কলকাতায় জল থইথই পরিস্থিতি। রাজ্যের বহু জেলাতেও আকাশের মুখ ভার। কোথাও কোথাও ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সারাদিন পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই বর্ষণ শুরু হয়েছে। জোর বিপাকে পড়েছেন শহরের পুজো উদ্যোক্তা সহ সাধারণ মানুষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 12:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Update: বেলা গড়াতেই ঝমঝমিয়ে শুরু! দিনভর কেমন থাকবে জেলার আবহাওয়া? পূর্বাভাস কী বলছে দেখুন