West Medinipur News: যেকোনওভাবে মুড়ে ফেলতে পারে নিজের শরীর, ক্ষুদে বালকের প্রতিভা চমকে দেবে

Last Updated:

West Medinipur News: সামান্য বয়স, এই বয়সে মুড়ে ফেলতে পারে তার শরীর। যেকোনও দিকে বাঁকিয়ে ফেলতে পারে নিজেকে। আধ্যাত্মিক কোনও শক্তি নয়, বরং প্রতিদিন বহু পরিশ্রমের ফল।

+
ক্ষুদে

ক্ষুদে বালকের প্রতিভা

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: সামান্য বয়স, এই বয়সে মুড়ে ফেলতে পারে তার শরীর। যেকোনও দিকে বাঁকিয়ে ফেলতে পারে নিজেকে। আধ্যাত্মিক কোনও শক্তি নয়, বরং প্রতিদিন বহু পরিশ্রমের ফল। বয়স সবে সাড়ে দশ-এগারো হলেও ছোট্ট এই ছেলের প্রতিভা চমকে দেবে আপনাকেও। দেখলে মনে হবে তার শরীরে একটাও হাড় নেই। কখনও হাঁটা কিংবা পা দিয়ে চশমা পরতে পারে সে। এছাড়াও রয়েছে একাধিক ট্যালেন্ট। বয়স যেখানে নিমিত্ত মাত্র, সামান্য দু’বছরে যোগব্যায়াম শিক্ষা এবং নিজের কঠোর পরিশ্রমে এই জায়গা পেয়েছে সে, বিভিন্ন জায়গায় তার দক্ষতা এনে দিয়েছে সম্মান। জেলা ছাড়িয়ে রাজ্য স্তরে একাধিক প্রতিযোগিতায় সফল হয়েছে পঞ্চম শ্রেণীর এই ছাত্র।
প্রত্যন্ত গ্রামে জন্ম, নিম্ন মধ্যবিত্ত পরিবারে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তবুও তার এই কৃতিত্বে গর্বিত বাবা-মা থেকে গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বাহারদল টিটিয়া গ্রামের মাত্র ১০ বছরের এই কৃতি ছেলে বিবেক মান্না। বাবা যুগল মান্না সামান্য সেলুন দোকান চালিয়ে পরিবারের খরচ বহন করে। স্কুলের প্রতিযোগিতা থেকেই তাঁর এই প্রতিভার আত্মপ্রকাশ। সম্প্রতি দু’বছর ধরে যোগব্যায়ামে প্রশিক্ষণ নিচ্ছে সে। মাত্র দু বছরের এই প্রশিক্ষণে মিলেছে একাধিক পুরস্কার।
advertisement
তাকে দেখে যে কেউ বলবে তার শরীরে হাড় নেই। পা উপর দিকে করে দুহাত দিয়ে অনায়াসে হেঁটে যেতে পারে সে। শুধু তাই নয়, এছাড়াও মায়ের কাঁধে ভর দিয়ে দু পা উপর দিকে তুলে যোগা প্রদর্শন করতে পারে বিবেক। এছাড়াও যোগব্যায়ামে রয়েছে একাধিক প্রতিভা। প্রত্যন্ত গ্রামে থেকে সামান্য নিম্নবিত্ত পরিবারে বেশ কষ্টের মধ্য দিয়েই তাকে প্র্যাকটিস করতে হয়। প্রতিদিন সকালে বেশ কয়েক ঘন্টা অনুশীলন করে সে।
advertisement
advertisement
তবে সামান্য বয়সে এমন প্রতিভার প্রশংসা করেছেন গ্রামবাসী থেকে প্রত্যেকে। তবে তার এই প্রতিভা চমকে দিয়েছে সকলকে। যে কোনও ভাবেই ঘুরিয়ে ফেলতে তার শরীর। প্রত্যন্ত গ্রামের ছোট্ট এই ছেলের প্রতিভা এবং সামান্য নুন ভাত খেয়ে প্রতিদিনের লড়াই অবাক করেছে সকলকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: যেকোনওভাবে মুড়ে ফেলতে পারে নিজের শরীর, ক্ষুদে বালকের প্রতিভা চমকে দেবে
Next Article
advertisement
Thiruvananthpuram Corporation Election News: কেরলেও গেরুয়া দাপট, চার দশক পর বামেদের থেকে তিরুঅনন্তপুরম পুরসভা ছিনিয়ে নিল বিজেপি!
কেরলেও গেরুয়া দাপট, চার দশক পর বামেদের থেকে তিরুঅনন্তপুরম পুরসভা ছিনিয়ে নিল বিজেপি!
  • তিরুঅনন্তপুরম পুরসভায় বিজেপি-র বড় জয়৷

  • মেয়র নির্বাচিত হলেন বিজেপি-র আর আর রাজেশ৷

  • চার দশক পর বামেদের হাত থেকে পুরসভা ছিনিয়ে নিল বিজেপি৷

VIEW MORE
advertisement
advertisement