West Medinipur News: পেশায় পোস্টমাস্টার, আর নেশা? নিঃশব্দ কর্মকাণ্ডে বাংলার এই 'রানার', তাজ্জব হয়ে যাবেন কীর্তি শুনলে!
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News:বেশ ছোটবেলায় চাকরি পেয়েছেন। ডাক বিভাগে চাকরি করার কারণে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের কাছে পৌঁছেছেন তিনি। কখনও চিঠিপত্র, কখনও মানি অর্ডার পৌঁছে দিয়েছেন বাড়ি বাড়ি। তবে সেখানে গিয়ে দেখেছেন প্রান্তিক গ্রামীণ এলাকার মানুষদের নেই কোনও প্রাথমিক শিক্ষা। মাত্র উনিশ বছর বয়সেই ডাক বিভাগে চাকরি পাওয়া পরেশ বেরা বরাবরই ভেবেছেন মানুষের কথা।
পশ্চিম মেদিনীপুর: বেশ ছোটবেলায় চাকরি পেয়েছেন। ডাক বিভাগে চাকরি করার কারণে প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের কাছে পৌঁছেছেন তিনি। কখনও চিঠিপত্র, কখনও মানি অর্ডার পৌঁছে দিয়েছেন বাড়ি বাড়ি। তবে সেখানে গিয়ে দেখেছেন প্রান্তিক গ্রামীণ এলাকার মানুষদের নেই কোনও প্রাথমিক শিক্ষা। মাত্র উনিশ বছর বয়সেই ডাক বিভাগে চাকরি পাওয়া পরেশ বেরা বরাবরই ভেবেছেন মানুষের কথা।
লিখতে ভালবাসতেন, তাই কখনও তাঁর লেখনীতেও ফুটে উঠেছে সাধারণ মানুষের কথা। তাই গ্রামের ছেলেদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি গড়ে তোলেন বিদ্যালয়। সেখানে নামমাত্র খরচে, ছোট ছোট ছেলে মেয়েরা শেখে পড়াশোনা, গান, নাচ, ছবি আঁকা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
আজ থেকে বেশ কয়েকবছর পিছিয়ে গেলেই দেখা যাবে, গ্রামীণ এলাকার ছেলেমেয়েদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারের তেমন প্রভাব ছিল না। অন্যান্য গঠনমূলক শিক্ষা তো দূর, এমনকি সেসময় স্কুলমুখী পর্যন্ত হত না পড়ুয়ারা। প্রতিদিন কাজের কারণে সকাল থেকে দুপুর প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাইকেলেই যাতায়াত করা এই পোস্টম্যান আজীবন দেখেছেন এমন ছেলেবেলা। তখন থেকেই তিনি উপলব্ধি করেছেন গ্রামের শিশুদের কষ্ট, যন্ত্রণা।
advertisement
এরপর ২০১৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন বিরসা মুন্ডা স্মৃতি রক্ষা কমিটি। যার দুটি শাখা। বিরসা মুন্ডা স্মৃতি শিক্ষা নিকেতন এবং কথা বলা ও মনোযোগ পাঠাগার। এখানে তিনি ছাড়াও এলাকার বেশ কয়েকজন যুবক-যুবতী এগিয়ে এসে ছেলেমেয়েদের শিক্ষাদান করে চলছেন বছরের পর বছর।
advertisement
ডাক বিভাগে কর্মরত পরেশ বেরার বাড়ি পশ্চিম মেদিনীপুরে কেশিয়াড়ি ব্লকের কানপুর গ্রামে। মাত্র ১৯ বছরে চাকরি পেলেও চাকরি করাকালীনই তিনি ছোট ছোট ছেলে মেয়েদের টিউশন পড়াতেন। নিজেও গিয়েছেন কলেজে। এইভাবে নিরলস প্রয়াসে মানুষের কাছে পৌঁছে তাঁদের স্বাক্ষর করে তোলার উদ্যমের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ থেকে তাকে ‘পোস্টাল হিরো’ সম্মানে সম্মানিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: Shani Reverse Action: মীনে শনির অবস্থানে বিশাল পরিবর্তন, ৩ রাশির সোনা ভরা সিন্দুক, বিলাসিতায় ভরপুর জীবন
প্রত্যন্ত গ্রামীণ এলাকার পরেশ বেরা বর্তমানে কন্টাই ডিভিশনের অধীন কানপুর পোস্ট অফিসে পোস্টমাস্টার হিসেবে কর্মরত। চাকরিজীবন হয়ত আর মাত্র কয়েকটা বছর বাকি। কাজের কারণে সেই সকল মানুষদের কাছে পৌঁছতেন, যাদের কাছে শিক্ষা তো দূর, দুবেলা পেটের খাবার জোগাড় করতে দিন রাত কায়িক পরিশ্রম করতে হয় তাদের। তখন তিনি ভাবতেন এই সকল মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে হবে প্রাথমিক শিক্ষার ধারা।
advertisement
আরও পড়ুন: Hanuman Janmotsav 2025: হনুমানের বিশাল শক্তিতে কাঁপবে ত্রিলোক! জন্মদিনে পবনপুত্র ঢেলে দেবেন সম্পদ, ৭ রাশির হাতে পাহাড় প্রমাণ সম্পত্তি
এই সকল বাড়ির ছেলে মেয়েদের মধ্যে প্রসার করতে হবে শিক্ষা ব্যবস্থাকে। গৃহশিক্ষকতার পাশাপাশি তিনি প্রাতিষ্ঠানিকভাবে শুরু করেন একটি বিদ্যালয়। ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ধারাকে বজায় রাখতে বাড়িতেই শুরু করেন একটি প্রতিষ্ঠান।যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা পাশাপাশি শেখে গান, নাচ, ছবি আঁকাও। সকালে তিনি ছাত্র-ছাত্রীদের পড়ান। এই উদ্যোগ এবং মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2025 7:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: পেশায় পোস্টমাস্টার, আর নেশা? নিঃশব্দ কর্মকাণ্ডে বাংলার এই 'রানার', তাজ্জব হয়ে যাবেন কীর্তি শুনলে!