ক্লাস 9 পাশ আদিবাসী মহিলা! আজ ৩.৫০ কোটি টাকার কোম্পানির CEO, পেয়েছেন প্রধানমন্ত্রী মোদির প্রশংসা

Last Updated:
Success Story: দুঙ্গারপুর জেলার মাদোয়া খাপড়দা নামক ছোট্ট গ্রামের বাসিন্দা রুক্মিণী। রাজস্থানের এই আদিবাসী অঞ্চলের অনুর্বর এলাকার অতি সাধারণ মহিলাদের জন্য অনুপ্রেরণার জায়গা তৈরি করা এই রুক্মিণী কাটারার সংগ্রামের গল্প মন ছুঁয়ে যায়।
1/11
একসময় সামান্য টাকার 'নরেগা' মজুরিতে সংসার চালাতেন রুক্মিণী। আজ তিনি নিজের কোম্পানির সিইও। বর্তমানে গোটা দেশে, দুর্গা সোলার কোম্পানি, ডুঙ্গারপুর রিনিউয়েবল এনার্জি টেকনোলজি প্রাইভেট লিমিটেড, একটি সৌরশক্তি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত ও খ্যাতির উড়ান ছুঁয়ে ফেলেছে। আর এই কোম্পানিটির সিইও রুক্মিণী কাটারা।
একসময় সামান্য টাকার 'নরেগা' মজুরিতে সংসার চালাতেন রুক্মিণী। আজ তিনি নিজের কোম্পানির সিইও। বর্তমানে গোটা দেশে, দুর্গা সোলার কোম্পানি, ডুঙ্গারপুর রিনিউয়েবল এনার্জি টেকনোলজি প্রাইভেট লিমিটেড, একটি সৌরশক্তি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত ও খ্যাতির উড়ান ছুঁয়ে ফেলেছে। আর এই কোম্পানিটির সিইও রুক্মিণী কাটারা।
advertisement
2/11
সেনাবাহিনী সৌর প্যানেল, বাল্ব এবং বিভিন্ন ডিভাইস তৈরি করছে এই সংস্থা। আর এই সৌরশক্তি কোম্পানির নেতৃত্ব দিয়ে রুক্মিণী আজ ৫০ জন মহিলার জন্য শক্তির উৎস হয়ে উঠেছেন। তিনিই তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কাজ করে চলেছেন।
সেনাবাহিনী সৌর প্যানেল, বাল্ব এবং বিভিন্ন ডিভাইস তৈরি করছে এই সংস্থা। আর এই সৌরশক্তি কোম্পানির নেতৃত্ব দিয়ে রুক্মিণী আজ ৫০ জন মহিলার জন্য শক্তির উৎস হয়ে উঠেছেন। তিনিই তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কাজ করে চলেছেন।
advertisement
3/11
দুঙ্গারপুর জেলার মাদোয়া খাপড়দা নামক ছোট্ট গ্রামের বাসিন্দা রুক্মিণী। রাজস্থানের এই আদিবাসী অঞ্চলের অনুর্বর এলাকার অতি সাধারণ মহিলাদের জন্য অনুপ্রেরণার জায়গা তৈরি করা এই রুক্মিণী কাটারার সংগ্রামের গল্প মন ছুঁয়ে যায়।
দুঙ্গারপুর জেলার মাদোয়া খাপড়দা নামক ছোট্ট গ্রামের বাসিন্দা রুক্মিণী। রাজস্থানের এই আদিবাসী অঞ্চলের অনুর্বর এলাকার অতি সাধারণ মহিলাদের জন্য অনুপ্রেরণার জায়গা তৈরি করা এই রুক্মিণী কাটারার সংগ্রামের গল্প মন ছুঁয়ে যায়।
advertisement
4/11
একদিন NREGA-তে শ্রমিক হিসেবে কাজ করার সময়, রাজীবিকা নামে একটি সংস্থার তথ্য পান রুক্মিণী। সেখানেই তাঁর জীবনের গতিপথ বদলে যায়। তিনি একটি স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দেন এবং সৌর বাল্ব তৈরি করতে শেখেন।
একদিন NREGA-তে শ্রমিক হিসেবে কাজ করার সময়, রাজীবিকা নামে একটি সংস্থার তথ্য পান রুক্মিণী। সেখানেই তাঁর জীবনের গতিপথ বদলে যায়। তিনি একটি স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দেন এবং সৌর বাল্ব তৈরি করতে শেখেন।
advertisement
5/11
সৌর প্যানেল তৈরি থেকে শুরু করে স্থাপন পর্যন্ত, এই সমস্ত কাজেই দক্ষতা আয়ত্ত করেছিলেন রুক্মিণী। এরপর একদিন তিনি দুর্গা সোলার কোম্পানিতে সুপারভাইজার হিসেবে যোগদান করেন।ধীরে ধীরে, রুক্মিনীরই কাজ ও দক্ষতা সর্বস্তরে স্বীকৃত হতে থাকে।
সৌর প্যানেল তৈরি থেকে শুরু করে স্থাপন পর্যন্ত, এই সমস্ত কাজেই দক্ষতা আয়ত্ত করেছিলেন রুক্মিণী। এরপর একদিন তিনি দুর্গা সোলার কোম্পানিতে সুপারভাইজার হিসেবে যোগদান করেন।ধীরে ধীরে, রুক্মিনীরই কাজ ও দক্ষতা সর্বস্তরে স্বীকৃত হতে থাকে।
advertisement
6/11
কর্মক্ষেত্রে এরপর আর ফিরে তাকাতে হয়নি রুক্মিনীকে। একের পর এক ধাপ এগিয়ে, তিনি কোম্পানির সিইও হন। আজ, তিনি কেবল কোম্পানিটিই পরিচালনা করেন না, বরং সমগ্র উপজাতি অঞ্চলের মহিলাদের জন্য আশার আলো দেখিয়ে চলেছেন যা রীতিমতো গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে।
কর্মক্ষেত্রে এরপর আর ফিরে তাকাতে হয়নি রুক্মিনীকে। একের পর এক ধাপ এগিয়ে, তিনি কোম্পানির সিইও হন। আজ, তিনি কেবল কোম্পানিটিই পরিচালনা করেন না, বরং সমগ্র উপজাতি অঞ্চলের মহিলাদের জন্য আশার আলো দেখিয়ে চলেছেন যা রীতিমতো গোটা দেশে শোরগোল ফেলে দিয়েছে।
advertisement
7/11
গত পাঁচ বছরে কোম্পানিটি ৩.৫ কোটি টাকারও বেশি টার্নওভার লাভ করেছে। কিন্তু এটি শুধুই সংখ্যার গল্প নয়, বরং একজন মহিলার সাহস এবং সংগ্রামের গল্প। একজন আদিবাসী পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা সাহসী মেয়ের উত্থানের গল্প।
গত পাঁচ বছরে কোম্পানিটি ৩.৫ কোটি টাকারও বেশি টার্নওভার লাভ করেছে। কিন্তু এটি শুধুই সংখ্যার গল্প নয়, বরং একজন মহিলার সাহস এবং সংগ্রামের গল্প। একজন আদিবাসী পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা সাহসী মেয়ের উত্থানের গল্প।
advertisement
8/11
২০১৬ সালে, দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুক্মিণী কাটারাকে সম্মানিত করেন। সেদিন হাসিমুখে একটি বাক্যই বলেছিলেন রুক্মিণী - "নারীদের কখনই নিজেদের থামানো উচিত নয়। কম শিক্ষিত হয়েও তুমি বড় হতে পার। শুধু থাকতে হবে ইচ্ছে।"
২০১৬ সালে, দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুক্মিণী কাটারাকে সম্মানিত করেন। সেদিন হাসিমুখে একটি বাক্যই বলেছিলেন রুক্মিণী - "নারীদের কখনই নিজেদের থামানো উচিত নয়। কম শিক্ষিত হয়েও তুমি বড় হতে পার। শুধু থাকতে হবে ইচ্ছে।"
advertisement
9/11
আজ রুক্মিণীর পরিবারও সমানভাবে ধনী। তাঁর পরিবারে বর্তমানে স্বামী কমলেশ এবং চার সন্তান, তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে। বড় ছেলে রাকেশ এবং মেয়ে আশা বি.এড. করছে। ছোট প্রবীণ এবং যুবরাজ এখনও কলেজে পড়ে।
আজ রুক্মিণীর পরিবারও সমানভাবে ধনী। তাঁর পরিবারে বর্তমানে স্বামী কমলেশ এবং চার সন্তান, তিন ছেলে এবং এক মেয়ে রয়েছে। বড় ছেলে রাকেশ এবং মেয়ে আশা বি.এড. করছে। ছোট প্রবীণ এবং যুবরাজ এখনও কলেজে পড়ে।
advertisement
10/11
রুক্মিণী কেবল একজন সিইও নন, তিনি একজন অনুপ্রেরণা - বিশেষ করে উপজাতি মহিলাদের জন্য। তাঁর কথায়, "আমি মাত্র নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। কিন্তু আজ আমি একটি কোম্পানির মালিক। তাহলে অন্য মহিলারা কেন এটা করতে পারবে না?"
রুক্মিণী কেবল একজন সিইও নন, তিনি একজন অনুপ্রেরণা - বিশেষ করে উপজাতি মহিলাদের জন্য। তাঁর কথায়, "আমি মাত্র নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। কিন্তু আজ আমি একটি কোম্পানির মালিক। তাহলে অন্য মহিলারা কেন এটা করতে পারবে না?"
advertisement
11/11
রুক্মিনীর চোখে আত্মবিশ্বাস এবং তার কণ্ঠে অন্যদের উপরে তুলে ধরার শক্তি। কিছু মানুষ কেবল তাঁদের নিজের ভাগ্যই পরিবর্তন করে না, বরং তাদের চারপাশের বিশ্বকেও পরিবর্তন ও সমৃদ্ধ করে। রুক্মিণী কাটারা এমনই এক উজ্জ্বল উদাহরণ।
রুক্মিনীর চোখে আত্মবিশ্বাস এবং তার কণ্ঠে অন্যদের উপরে তুলে ধরার শক্তি। কিছু মানুষ কেবল তাঁদের নিজের ভাগ্যই পরিবর্তন করে না, বরং তাদের চারপাশের বিশ্বকেও পরিবর্তন ও সমৃদ্ধ করে। রুক্মিণী কাটারা এমনই এক উজ্জ্বল উদাহরণ।
advertisement
advertisement
advertisement