West Medinipur News: লক্ষ্য টিম ইন্ডিয়া! খেলনা ছেড়ে ব্যাট হাতে জঙ্গলমহলের মেয়েরা, ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে কাঁপাচ্ছে ময়দান, দেখুন ভিডিও
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News: শিলিগুড়ি থেকে জাতীয় দলে স্থান করে নিয়েছে রিচা ঘোষ। এবার বাংলার অলিতে গলিতে তৈরি হচ্ছে আরও অনেক রিচা। তাঁদের লক্ষ্য, আগামীদিনে ভারতের হয়ে ক্রিকেট খেলা।
বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ ওঁদের মধ্যে ভয় নেই, রয়েছে আত্মবিশ্বাস। ছেলেদের সঙ্গে পাল্লা দিচ্ছে জঙ্গলমহলের অনুশ্রী-হিয়ারা। ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে ব্যাট হাতে মাঠ কাঁপাচ্ছে তাঁরা। কেউ কিপিং করে, কেউ আবার ভাল বোলিং, কারও ব্যাটিংয়ের দুর্দান্ত ইনিংস দলকে জয় উপহার দেয়। খেলনা ছেড়ে প্যাড-ব্যাট হাতে মাঠে নামে ওঁরা। কখনও মহেন্দ্র সিং ধোনি, কখনও হার্দিক পান্ডিয়া, কখনও হরমনপ্রীত কউর কিংবা বাঙালি কিপার রিচা ঘোষকে দেখে অনুপ্রাণিত হয়েছে। এবার ক্রিকেটেও এগিয়ে আসছে জঙ্গলমহলের মেয়েরা। সকাল হোক বা বিকেল, ব্যাট হাতে প্র্যাকটিস করছে সকলে। ইতিমধ্যেই বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছে। তাঁদের লক্ষ্য, আগামীদিনে ভারতের হয়ে ক্রিকেট খেলা।
সম্প্রতি গোটা বিশ্বের নজর কেড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২৫ বিশ্বকাপ জিতে এক সুবর্ণ ইতিহাস রচনা করেছে হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানারা। এবার মাঠমুখী হচ্ছে এই বাংলার মেয়েরা। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের অনুশ্রী পাত্র, হিয়া সিংহ, ঐশীকা সিংহরা সমস্ত ভয়কে পিছনে ফেলে এগিয়ে এসেছে। ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে ময়দান কাঁপাচ্ছে তাঁরা। ভয়ডরহীনভাবে ডিউজ বলের সামনে প্যাড, হেলমেট পড়ে মাঠে নেমে পড়ছে।
advertisement
আরও পড়ুনঃ কলকাতার কাছেই টয় ট্রেন থেকে এভিয়ারি! হাতের নাগালে আদর্শ পিকনিক স্পট, সবুজে ঘেরা পরিবেশে রয়েছে থাকার ব্যবস্থা
আজ থেকে সামান্য কয়েক বছর পিছনে গেলেই দেখা যাবে ক্রিকেটে মেয়েদের তেমন উৎসাহ-উদ্দীপনা ছিল না। তবে সম্প্রতি শুধু জঙ্গলমহল নয়, বাংলার বহু মেয়ে ক্রিকেট খেলছে। শিলিগুড়ি থেকে জাতীয় দলে স্থান করে নিয়েছে রিচা ঘোষ। এবার বাংলার অলিতে গলিতে তৈরি হচ্ছে আরও অনেক রিচা। পশ্চিম মেদিনীপুরের বেলদার প্রত্যন্ত এলাকায় যেমন অনুশীলন করছে বহু মেয়ে। তাঁদের সহযোগিতা করেছে পরিবারের সদস্যেরা। বাড়ির লোকের এই মানসিকতা এগিয়ে দিয়েছে তাঁদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারাদিনে বেশ কয়েক ঘণ্টা অনুশীলন করে অনুশ্রী-হিয়ারা। সম্প্রতি একাধিক টুর্নামেন্ট খেলেছে। ছেলে ও মেয়েদের আলাদাভাবে অনুশীলন করার জায়গা না থাকায় একই জায়গায় অনুশীলন করে তাঁরা। আস্তে আস্তে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে আসছে মেয়েরা। তাঁদের যেন আরও বেশি করে এগিয়ে দিয়েছে ভারতের বিশ্বকাপ জয়। ফুটবলের পাশাপাশি এবার ক্রিকেট ময়দান কাঁপাতেও তৈরি হচ্ছে জঙ্গলমহলের মেয়েরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 07, 2025 11:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: লক্ষ্য টিম ইন্ডিয়া! খেলনা ছেড়ে ব্যাট হাতে জঙ্গলমহলের মেয়েরা, ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে কাঁপাচ্ছে ময়দান, দেখুন ভিডিও
