West Medinipur News: শখ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ, দুই গৃহবধূ যা করলেন, জানলে কুর্নিশ জানাবেন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
নিজেদের শখের চুল এবার দান করে দিলেন দুই গৃহবধু
পশ্চিম মেদিনীপুর: একজন সবং এবং অন্যজন ডেবরার গৃহবধূ। প্রতিদিন, ঘর সংসার সামলাতে হয় তাদের। হয়ত কখনও টিভি, কখনও মোবাইল দেখে তারা জানেন ক্যান্সার আক্রান্ত মানুষদের দুর্দশার কথা। এক শিক্ষিকার অনুপ্রেরণায় এগিয়ে এসেছেন তারাও। ক্যান্সার আক্রান্তদের জন্য দুই গৃহবধূ যা করলেন তা সমাজের কাছে দৃষ্টান্ত। আগামীতে তাদের দেখে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে আরও এগিয়ে আসবেন বাড়ির মহিলারা, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি রক্তদান শিবিরে নিজেদের চুল দান করলেন ওই দুই মহিলা। যা বিশেষ এক ট্রাস্টের মধ্য দিয়ে পৌঁছে যাবে ক্যান্সার আক্রান্তদের কাছে। মেদিনীপুর ডিস্ট্রিক্ট ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে, একাধিক জায়গায় নানা শিবিরের আয়োজন করা হয়। কোথাও রক্তদান শিবির, কোথাও আবার ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য চুল দান করেন মহিলারা। এই ব্লাড ডোনার্স ফোরামের মহিলা সদস্য সুজাতা মাইতির অনুপ্রেরণায় দুই গৃহবধূ ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের শখের চুল দান করলেন। এই চুল পৌঁছে যাবে পশ্চিম মেদিনীপুরের।
advertisement
advertisement
সবং-এর লুটুনিয়ার বাসিন্দা গৃহবধূ সুতপা দে এবং ডেবরা থানার মহিষাগেরিয়ার বাসিন্দা গীতা রানী জানা দুজন চুল দান করেন। শিক্ষিকা সুজাতা মাইতির অনুপ্রেরণায় এই চুল দান করেন তারা। শিক্ষিকা সুজাতা মাইতি বলেন, “সারাদিন আমাদের নানা পরিচর্যা করি। চুল থেকে শরীরের পরিচর্যা করলেও যারা ক্যান্সারে আক্রান্ত কেমো দেওয়ার কারণে তাদের চুল উঠে যায়। তাই এই দুই মহিলা শুধু নয় এলাকার বেশ কিছু মহিলা এগিয়ে এসেছেন তাদের জন্য নিজেদের শখের চুল দান করেছেন। চুলদাতা মহিলারাও খুশি এই চুল দান করতে পেরে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহিলাদের শখ এবং গর্ব তাদের চুল। কিন্তু সেই চুল কেটেই দান করে দিলেন ক্যান্সার আক্রান্তদের জন্য। পরবর্তীতে কুরিয়ার বা স্পিড পোস্ট মারফত পৌঁছে যাবে তাদের কাছে। বিশেষ ট্রাস্টের মধ্য দিয়ে এই ভাবনা। আগামীতে গ্রামীণ মহিলাদের আরও উদ্যোগী করতে চান এরা।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 12, 2025 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: শখ ভুলে মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ, দুই গৃহবধূ যা করলেন, জানলে কুর্নিশ জানাবেন