যত বন্যা তত টাকা...! শুধু চাতক নয়, বানভাসি বৃষ্টির দিকে তাকিয়ে থাকেন ইনারাও

Last Updated:

বর্ষাকালে নদীতে জল বেড়ে গেলে এই বাঁশের সাঁকোগুলি ভেঙে যায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। তখন পারাপারের একমাত্র উপায় হয়ে ওঠে নৌকো।

+
বন্যা

বন্যা

পশ্চিম মেদিনীপুর: বানভাসি ঘাটাল, চলতি মরশুমে তিনবার বন্যা, এখনও জলবন্দি বহু এলাকা। এবছর বর্ষায় ঘাটাল অঞ্চল এখনও পর্যন্ত তিনবার বন্যাকবলিত হয়েছে। এখনও জলবন্দি বহু এলাকা। বর্ষা এলেই নদীর জল বেড়ে যায়। দাসপুর ও ঘাটালের মধ্য দিয়ে বয়ে চলেছে শিলাবতী, ঝুমি ও কংসাবতী নদী। পাশাপাশি রয়েছে একাধিক ছোট-বড় খাল।
তবে সব জায়গায় পাকা সেতু না থাকায়, সাধারণ মানুষের যাতায়াতের জন্য বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। কিন্তু বর্ষাকালে নদীতে জল বেড়ে গেলে এই বাঁশের সাঁকোগুলি ভেঙে যায়। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক এলাকা। তখন পারাপারের একমাত্র উপায় হয়ে ওঠে নৌকা। এই নৌকায় করেই স্কুল-কলেজ, বাজার বা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনতে হয় সাধারণ মানুষদের। তবে প্রতিটি এলাকায় নৌকা পারাপারের জন্য নির্দিষ্ট মূল্য দিতে হয়।
advertisement
advertisement
কোথাও কম, কোথাও আবার বেশি। তবে বছরের সবসময় এই নৌকা চলে না—শুধুমাত্র বর্ষার সময় যখন অতিরিক্ত জল হয় এবং বাঁশের সাঁকো ভেঙে পড়ে, তখনই এই নৌকাগুলি চলাচল করে। এই দিনগুলোর অপেক্ষাতেই থাকেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নৌকা মালিকেরা। কারণ, সাঁকো ভেঙে গেলে তখনই তাদের নৌকার প্রয়োজন পড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জল বাড়লে তাই নৌকা মালিকদের মুখে হাসি ফোটে। এই নৌকা চালিয়েই অনেকের সংসার চলে। ঘাটাল ও দাসপুরের একাধিক এলাকায় বছরে এক থেকে দুই মাস চলে এই নৌকার বাণিজ্য। এই এক থেকে দু’মাস নৌকো বাণিজ্য করার জন্য সারা বছরও নৌকাগুলিকে সযত্নে তুলে রাখতে হয়, নৌকোগুলির যথা সময়ে পরিচর্যাও করতে হয়, তবে এই এক থেকে দুই মাসে নৌকা চালিয়ে যা আয় হয় তাতেই খুশি ওরা।
advertisement
মিজানুর রহমান
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
যত বন্যা তত টাকা...! শুধু চাতক নয়, বানভাসি বৃষ্টির দিকে তাকিয়ে থাকেন ইনারাও
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement