West Medinipur News: জেলা শাসক, পুলিশ সুপার যেন বাড়ির ছেলে! ঠান্ডা ঘরে নয়, গাছতলায় বসে শুনলেন গ্রামের অভিযোগ
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
West Medinipur News: গাছ তলার চাতালে বসে জনসংযোগে আমলারা। জেলাশাসক ও পুলিশ সুপারের আচরণে অবাক গ্রামের মানুষ। কী কী হল জানুন।
পশ্চিম মেদিনীপুর: ঠান্ডা ঘরে বসে নয়, গাছের তলায় পাকা চাতালে চা পটালি খেয়ে বসে সকলের কথা শুনলেন জেলাশাসক। এ যেন ঘরের ছেলেকে পাশে পেয়ে একাধিক অভাব অভিযোগ জানালেন সাধারণ মানুষ। জনগণকে নিয়ে একসঙ্গে বসে সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচি সারলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক ও জেলার পুলিশ সুপার।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছে সাধারণ মানুষের মধ্যে বসেই তাঁদের অভাব, অভিযোগের কথা শুনলেন জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা। সঙ্গে ছিলেন একাধিক ব্লকের আধিকারিকেরাও।
advertisement
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের লোধা অধ্যুষিত গ্রাম পঞ্চায়েত কাশিপুর গ্রাম পঞ্চায়েত। যেখানে অধিকাংশ মানুষ অনগ্রসর শ্রেণীর। পিছিয়ে পড়া এলাকায় এসে সাধারণ মানুষের নানান অভাব অভিযোগের কথা শুনলেন জেলাশাসক খুরশেদ আলী কাদরী ও পুলিশ সুপার ধৃতিমান সরকার। সকলের মধ্যে বসে তাঁদের নানা অভাব অভিযোগের কথা শোনেন তাঁরা। পাশাপাশি সরকারি নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরেন সকলের কাছে।
advertisement
জেলাশাসক ও পুলিশ সুপার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিককে পাশে পেয়ে নানান অভাব অভিযোগের কথা তুলে ধরেন এলাকাবাসী। রাস্তা খারাপ, স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত, বার্ধক্য ভাতা সংক্রান্ত, এমনই একাধিক অসুবিধার কথা জানান। তৎক্ষণাৎ বিডিওকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন জেলাশাসক।
অনগ্রসর এই এলাকায় জাতিগত শংসাপত্র বিষয়ে একাধিক অভিযোগ আসায় দ্রুত স্পেশ্যাল ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এদিন একাধিক সফল উপভোক্তার হাতে সার্টিফিকেটও তুলে দেন পুলিশ সুপার ও জেলা শাসক। তবে, জেলাশাসক ও পুলিশ সুপারকে পাশে পেয়ে অভিযোগ জানানোর পর সমস্যা সমাধানের আশায় বুক বাঁধছে এলাকার মানুষ।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 20, 2024 5:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: জেলা শাসক, পুলিশ সুপার যেন বাড়ির ছেলে! ঠান্ডা ঘরে নয়, গাছতলায় বসে শুনলেন গ্রামের অভিযোগ