West Medinipur News: উচ্চ বিদ্যালয়ের অভিনব ভাবনা, দত্তক নিল দুই শিশু শিক্ষা কেন্দ্র, কেন জানেন?
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News: এবার শিশু শিক্ষা কেন্দ্রে নানা অনুষ্ঠান করল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা, শিশু শিক্ষা কেন্দ্রকে দত্তক নিয়েছে উচ্চ বিদ্যালয়, কারণ জানলে অবাক হবেন।
পশ্চিম মেদিনীপুর: অনাথ শিশুদের দত্তক নেন দম্পতিরা। এটা বরাবরের এক ঘটনা। তবে স্কুল দত্তক নেওয়া হয় এমন শুনেছেন? এমনই এক অভিনব ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিম মেদিনীপুরের বাংলা ওড়িশা সীমানার মানুষজন। একটি উচ্চ বিদ্যালয় দত্তক নিয়েছে দুটি শিশু শিক্ষা কেন্দ্রকে। শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মধ্যে পঠন পাঠন, আনুষঙ্গিক নানা কার্যকলাপ এবং তাদের মধ্যে শিক্ষা বিষয়ক বিভিন্ন ভাবধারা ছড়িয়ে দিতে এমন সিদ্ধান্ত বিদ্যালয়ের। বিদ্যালয়ে ৭৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান এর অঙ্গ হিসেবে বিদ্যালয়ের পাশে থাকা দুটি শিশু শিক্ষা কেন্দ্রকে দত্তক নেয় উচ্চ বিদ্যালয়। প্রতিবছর ধরে শিক্ষা বিষয়ক একাধিক কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয়টি।
পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবত চরণ হাইস্কুল দত্তক নিয়েছে কারকপুর শিশু শিক্ষা কেন্দ্র এবং চাতালপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। বিদ্যালয়ের পাশে থাকা এই দুটি শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের মধ্যে পড়াশোনার মনোন্নয়ন, খেলাধুলো এবং সংস্কৃতি চর্চার বিকাশের লক্ষ্যে এমন সিদ্ধান্ত বিদ্যালয়ের। নাম দিয়েছেন অনুজ বন্ধন। পড়াশোনার বেড়াজাল ভেঙে শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের মধ্যে ভাতৃত্ববোধ এবং তাদের মধ্যে শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে এই সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ের।
advertisement
আরও পড়ুন: এই গেল গেল পরিস্থিতি…! সুবর্ণরেখায় তুমুল জল বাড়তেই ব্যাক টু ব্যাক আতঙ্ক মেদিনীপুরের এইসব এলাকায়
advertisement
তিন বছর ধরে বছরে বিভিন্ন সময়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়। এবারেও এই দুটি শিশুশিক্ষা কেন্দ্রে যায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকেরা। দুটি এসএসকে বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান, তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে গল্প পড়ার মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে গল্পের বই প্রদান করা হয়। অনুজ দুই বিদ্যালয়ে হয় এই অনুষ্ঠান। এদিন হাই স্কুলের পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত ছোট বিদ্যালয়ের সঙ্গে উচ্চ বিদ্যালয়ের মধ্যে পারস্পারিক সম্পর্ক এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সাহায্য এবং তাদের মধ্যে কুকারিকুলাম এক্টিভিটিস বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ ভাবনা। উচ্চ বিদ্যালয়ের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছে শিক্ষামহল।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 02, 2025 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: উচ্চ বিদ্যালয়ের অভিনব ভাবনা, দত্তক নিল দুই শিশু শিক্ষা কেন্দ্র, কেন জানেন?
