West Medinipur : পুকুর পাড়ে মাথার খুলি উদ্ধার! পাশেই পড়ে মহিলার পোশাক, ঘটনায় তুমুল চাঞ্চল্য

Last Updated:

West Medinipur : খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এসে তা উদ্ধার করে এবং পরীক্ষার জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

পুকুর পাড়ে মাথার খুলি উদ্ধার! পাশেই পড়ে মহিলার পোশাক, ঘটনায় তুমুল চাঞ্চল্য
পুকুর পাড়ে মাথার খুলি উদ্ধার! পাশেই পড়ে মহিলার পোশাক, ঘটনায় তুমুল চাঞ্চল্য
#পশ্চিম মেদিনীপুর: সাত সকালে পশ্চিম মেদিনীপুরে উদ্ধার হল মাথার খুলি। প্রাথমিক অনুমান এটি কোনও মানুষেরই মাথার খুলি। পুলিশ ইতিমধ্যে তা উদ্ধার করে নিয়ে গিয়েছে। আর, এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে খড়্গপুর লোকাল থাকার অন্তগর্ত আঁতরখী এলাকায়, একটি পুকুর বা জলাশয়ের ধারে ঝোপের মধ্যে একটি মাথার খুলি দেখতে পান গ্রামবাসীরা। আতঙ্কিত হয়ে তাঁরা খবর দেন পুলিশে।
খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এসে তা উদ্ধার করে এবং পরীক্ষার জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এটি কার মাথার খুলি, কী ভাবেই বা এখানে এলো , এই নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয়রা স্পষ্ট জানাচ্ছেন, এটা মানুষের মাথারই খুলি স্থানীয় মানুষের দাবি। মাথার খুলির পাশে মহিলার পোশাকের অংশ পাওয়া গিয়েছে। ফলে এটি কোনও মহিলার মাথার খুলিও হতে পারে। যদিও, খুলিটি ছেলে না মেয়ের তা বোঝা যাচ্ছে না। এলাকার এক ব্যক্তি জানিয়েছেন, দিনকয়েক আগেই এই এলাকার কিছুটা দূরে মানুষের পচা-গলা অংশ উদ্ধার হয়েছে। তাই, এই মাথার খুলি উদ্ধার ঘিরেও চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
যদিও, পুলিশ এখনও বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি। খড়্গপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। খড়গপুর শহরের পাশদিয়ে রয়েছে দুটি হাইওয়ে। কলকাতা-মুম্বই হাইওয়ে এবং রানীগঞ্জ-বালেশ্বর হাইওয়ে।ফলে কেউ বা কারা অপরাধের প্রমাণ লোপাটের জন্য পরিত্যক্ত জায়গায় কোনও মৃতদেহ ফেলে দিয়েও পালাতে পারে বলে মনে করছেন অনেকেই।
advertisement
Partha Mukherjee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur : পুকুর পাড়ে মাথার খুলি উদ্ধার! পাশেই পড়ে মহিলার পোশাক, ঘটনায় তুমুল চাঞ্চল্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement