Bangla News: পথ নিরাপত্তা নিয়ে কড়া রাজ্য, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Chief Secretary Meets District Administration About Road Safety: উত্তর ২৪ পরগনার বাগদা থেকে একটি শ্মশানযাত্রীর দল শনিবার গভীর রাতে আসছিল নবদ্বীপে। নদিয়া জেলার হাঁসখালির কাছে একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে এই দলের লরিটি।
#কলকাতা:
নদিয়ার হাঁসখালিতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর পথ নিরাপত্তা নিয়ে আরও কঠোর হতে চলেছে রাজ্য। পাশাপাশি দুর্ঘটনা হলে যাতে দ্রুত উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা যায়, তার পরিকাঠামো গড়ে তোলারও নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, সোমবার জেলায় জেলায় একাধিক বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।
সোমবার মুখ্যসচিব বৈঠক করেন প্রত্যেকটি জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পরিবহন দপ্তরের আধিকারিকদের নিয়ে। নবান্ন সূ্ত্রে খবর, সেখানে তিনি নির্দেশ দেন, রাস্তার ধারে যে সরকারি হাসপাতালগুলি রয়েছে সেগুলিতে ‘ট্রমা কেয়ার সেন্টার’ গড়ে তুলতে হবে। তার জন্য সেই হাসপাতালগুলিকে চিহ্নিত করতে হবে জেলা প্রশাসনকে। বাড়াতে হবে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর প্রচার।
advertisement
advertisement
এ ছাড়া জেলায় জেলায় দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ‘ব্ল্যাক স্পট’ কোথায় কোথায় রয়েছে, সেগুলিও খুঁজতে বার করতে হবে পুলিশকে। শীতকালে রাতের দিকে কুয়াশা বাড়বে, তাই পুলিশকেও প্রয়োজনীয় নজরদারি করতে হবে সেই সময়ে। কোনও দুর্ঘটনা ঘটলেই যাতে সঙ্গে সঙ্গে দুর্ঘটনাগ্রস্থদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তার জন্য পুলিশের নজরদারি আরও বাড়াতেও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
advertisement
উত্তর ২৪ পরগনার বাগদা থেকে একটি শ্মশানযাত্রীর দল শনিবার গভীর রাতে আসছিল নবদ্বীপে। নদিয়া জেলার হাঁসখালির কাছে একটি পাথর বোঝাই লরিতে ধাক্কা মারে এই দলের লরিটি। শনিবার ভোর রাতে ঘটে যাওয়া ঘটনায় মৃত্যু হয় ১৮ জনের। ওই গাড়িতে ছিলেন ৩৫-৪০ জন। ঘটনার পর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল। মনে করা হচ্ছে, এই মর্মান্তিক দুর্ঘটনার পরেই পথ নিরাপত্তা নিয়ে আরও কড়া হচ্ছে রাজ্য সরকার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 29, 2021 7:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: পথ নিরাপত্তা নিয়ে কড়া রাজ্য, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের










